viral video of fight

পোষ্যের দিকে তেড়ে এল বিশাল জন্তু! স্রেফ লাঠি দিয়েই লড়ে গেলেন মালিক, রইল ভিডিয়ো

আক্রমণের হাত থেকে সারমেয়টিকে বাঁচাতে যুবক নিজে এগিয়ে গেলেন ভালুকের থাবার সামনে। সেই অদ্ভুত লড়াইয়ের ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:০০
Share:

—প্রতীকী ছবি।

ফাঁকা জায়গায় বাঁধা ছিল একটি কুকুর। তাকে দেখতে পেয়েই আক্রমণ করতে এগিয়ে এল বিশাল এক ভালুক। নিজের পোষা কুকুরটিকে বাঁচাতে এগিয়ে এলেন এক ব্যক্তি। একটি কাঠের গুঁড়ি হাতে নিয়ে নিজের জীবন বাজি রেখে কুকুরটিকে রক্ষা করার চেষ্টা করলেন ওই যুবক। আক্রমণের হাত থেকে সারমেয়টিকে থেকে বাঁচাতে নিজে এগিয়ে গেলেন ভালুকের থাবার সামনে। সেই অদ্ভুত লড়াইয়ের ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এক বিশাল বাদামি ভালুকের সাথে ভয়ঙ্কর সংঘর্ষের সেই ভিডিয়োটি এক্স সমাজমাধ্যমের ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। যদিও সেই ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

প্রভুর প্রতি পোষ্যের ভালবাসার উদাহরণ ভূরি ভূরি। পোষ্যের জীবন তার মালিকের কাছে কতটা দামি, তা এই ভিডিয়োটি দেখলে বোঝা যায়— এমনটাই মনে করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুকটি। সেখানে শিকল দিয়ে বাঁধা ছিল কুকুরটি। প্রথমে কুকুরটি হাঁকডাক করে ভালুকটির উপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়াতে, কামড়াতে থাকে। তার পর ভালুকটি উঠে দাঁড়াতেই কুকুরের মালিক একটি মোটা কাঠের লাঠি দিয়ে সেই আক্রমণ প্রতিহত করতে থাকেন। লাঠি ও কুকুরের ভয়ে শেষ পর্যন্ত পিছু হটে যায় বিশাল ভালুকটি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পোস্ট হতেই তা নজর কেড়েছে নেটমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটি ২০ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement