CPM

সিপিএমের নতুন কর্মসূচি ‘জনতার কেসবুক’, সংগঠন নিয়ে আলিমুদ্দিনকে পাল্টা খোঁচা দিল শাসক তৃণমূল

একটি ভিডিয়ো প্রকাশ করে সিপিএম সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, কোথায় কোথায় শাসদকদল জমি লুট করছে, মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে, সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রেখেছে, সে সব তাদের জানাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ২১:২৬
Share:

—প্রতীকী চিত্র।

নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জনতার কেসবুক’। যেখানে মানুষের কাছ থেকে সিপিএম জানতে চেয়েছে, কোথায় কোথায় সন্দেশখালির মতো ঘটনা ঘটছে? সিপিএমের এই কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসকদল তৃণমূলও।

Advertisement

একটি ভিডিয়ো প্রকাশ করে সাধারণ মানুষের কাছে সিপিএম আবেদন জানিয়েছে, কোথায় কোথায় শাসদকদল জমি লুট করছে, মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে, সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রেখেছে, সে সব তাদের জানাতে। তারা সবটা সামনে নিয়ে আসবে। সেলিম বলেন, ‘‘বগটুইয়ের ঘটনার পর ভাদু শেখের ওই রকম প্রাসাদোপম বাড়ি রাজ্যের মানুষের সামনে এসেছিল। সেই সময়ে আমরা ডাক দিয়েছিলাম পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের সম্পত্তিবৃদ্ধির খতিয়ানের নমুনা সাধারণ মানুষকে দিতে। তাঁরা দিয়েছিলেন। এ বারও একই ভাবে মানুষের কাছে জানতে চাওয়া হয়েছে।’’

সিপিএমের দাবি, সন্দেশখালি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় এই রকম জমি দখল সন্ত্রাস চলছে। ভয়ে মানুষ কথা বলতে পারছেন না। সিপিএমের এ-ও বক্তব্য, বামফ্রন্ট সরকার ‘অপারেশন বর্গা করে মানুষকে জমি দিয়েছিল। আর তৃণমূল জমি ছিনিয়ে নিচ্ছে।’’

Advertisement

পাল্টা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, ‘‘সিপিএম তো দাবি করে, তাদের সংগঠন মজবুত। এখনও নাকি তাদের লক্ষ লক্ষ পার্টি মেম্বার রয়েছেন। কিন্তু তাঁরা দলকে এই সব জানাচ্ছেন না। আসলে সিপিএম নিজের দলের সদস্যদেরই বিশ্বাস করে না। কারণ, সিপিএম জানে, তাঁরাই বিজেপিকে ভোট দিয়েছেন। এমন বুথ আছে যেখানে ২০২১ সালের ভোটে বিজেপির এজেন্ট ছিলেন না কিন্তু সিপিএমের এজেন্ট ছিলেন। দেখা গিয়েছিল সেই বুথে বিজেপি লিড পেয়েছে আর সিপিএম পেয়েছে শূন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement