Manoj Sinha

বাংলার তুলনায় কাশ্মীর সুরক্ষিত, দাবি মনোজের

একটি বণিক সভার আয়োজনে জম্মু ও কাশ্মীরে শিল্প সম্ভবনা সংক্রান্ত আলোচনা-সভা উপলক্ষে শুক্রবার কলকাতায় এসেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ০৫:২৪
Share:

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা। ছবি: পিটিআই।

বাংলার তুলনায় কাশ্মীরকে ‘সুরক্ষিত’ বলে দাবি করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা। একটি বণিক সভার আয়োজনে জম্মু ও কাশ্মীরে শিল্প সম্ভবনা সংক্রান্ত আলোচনা-সভা উপলক্ষে শুক্রবার কলকাতায় এসেছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলে ওই আলোচনা-সভাতেই মনোজ শিল্পপতিদের কাশ্মীরে শিল্প বিনিয়োগের আহ্বান জানাতে গিয়ে বলেন, সুরক্ষার নিরিখে কাশ্মীর বাংলার চেয়ে এগিয়ে। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বাংলা নিরাপদতম রাজ্য এবং কলকাতা নিরাপদতম শহর। জম্মু ও কাশ্মীরের অবস্থা কী, সেটা বরং উনি সত্যপাল মালিকের (জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল) কাছ থেকে জেনে নিতে পারেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement