শান্তিপূর্ণ ভাবে মিছিল করে সমাবেশে আসতে হবে, সমর্থকদের জন্য এই শর্ত বেঁধে দিলেন জমিয়তে উলামায়ে হিন্দ। প্রতীকী ছবি।
জঙ্গি পথে কোনও বিক্ষোভ নয়। কারও কুশপুতুল পোড়ানোও চলবে না। শান্তিপূর্ণ ভাবে মিছিল করে সমাবেশে আসতে হবে, সমর্থকদের জন্য এই শর্ত বেঁধে দিয়েই নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে সভা করবে জমিয়তে উলামায়ে হিন্দ। রানি রাসমণি অ্যাভিনিউয়ে আগামী ২২ ডিসেম্বর, রবিবার ওই সমাবেশে সমাজের নানা অংশের প্রতিনিধিরা বক্তা হিসেবে থাকবেন। জমিয়তের রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য, ‘‘প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই আমরা সভা করব। আগে থেকে বলে দেওয়া সত্ত্বেও কেউ বিশৃঙ্খলা করলে দায় নিজেদের নিতে হবে।’’
বর্ধমানে বুধবার একটি বইমেলার উদ্বোধনের পরে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা মুর্শিদাবাদ ও অন্যত্র হিংসা প্রসঙ্গে বলেন, ‘‘আবেগে কেউ হয়তো কোনও ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তা সমর্থন করেন না।’’