Kolkata Metro

মেট্রোয় হঠাৎ ‘জয় শ্রী রাম’!

এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে এ দিন দুপুরে মেট্রোয় ওঠেন ইন্দ্রনীল। সঙ্গে ছিলেন যুব মোর্চার কর্মীরা। তাঁরা সাধারণ যাত্রীদের সঙ্গে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ০৬:৩৯
Share:

—প্রতীকী ছবি।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হল শুক্রবার। প্রথম দিনের যাত্রায় সাধারণ যাত্রীদের সঙ্গে সওয়ার হলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে এ দিন দুপুরে মেট্রোয় ওঠেন ইন্দ্রনীল। সঙ্গে ছিলেন যুব মোর্চার কর্মীরা। তাঁরা সাধারণ যাত্রীদের সঙ্গে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা করেন। গঙ্গার তলা দিয়ে যাওয়ার সময় কামরা জুড়ে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। ইন্দ্রনীল বলেন, “তৃণমূল নেতারা বলেন বাংলার বঞ্চনার কথা। তাঁরা এসে দেখে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষকে ভারতের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো প্রকল্প উপহার দিয়েছেন। এর আগে তো তৃণমূল, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার চালিয়েছে। তারা বাংলাকে কী দিয়েছে আর মোদীজি বাংলাকে কী দিল বাংলার মানুষ দেখলেন। আগামী দিন নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে, মোদীজির উন্নয়নের রাজনীতির পক্ষে ভোট দেবেন।” উল্লেখ্য, গত ৬ মার্চ প্রধানমন্ত্রী এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement