ফাইল চিত্র।
বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বহিষ্কার এবং দুই অধ্যাপককে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংহতিতে মঙ্গলবার বোলপুরে এসএফআইয়ের মিছিলে হাঁটলেন ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষেরা। উপাচার্যের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের অবস্থান-মঞ্চে গিয়েছিলেন ঐশী, সৃজনেরা। বোলপুরে যখন ওই প্রতিবাদ চলছে, একই দাবিতে এ দিন যাদবপুরে আয়োজিত হল ‘বিশ্বভারতীর পাশে যাদবপুর’ শীর্ষক কনভেনশন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে এই কর্মসূচি থেকে কথায়, গানে বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেওয়া হয়। বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল মাতিন, পার্থপ্রতিম রায় প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। দাবি তোলা হয় বিশ্বভারতীতে আরএসএসের দখলদারি বন্ধ করার।