বাড়িতে গিয়ে টিকা দিতে চিকিৎসকদের উপস্থিতি বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা। ফাইল চিত্র
অশীতিপর বৃদ্ধ তথা গুরুতর অসুস্থদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ আগেই শুরু করেছিল কলকাতা পুরসভা। এ বার তাতে আরও একটি শর্ত জুড়ে দিল তারা। শনিবার কোভিড টিকাকরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পুর প্রশাসক ফিরদাহ হাকিম বলেন, ‘‘আমরা বৃদ্ধ, অসুস্থদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে ক্ষেত্রে বাড়ির সব ব্যক্তিকে যেমন টিকা প্রাপ্ত হতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে, তেমনই টিকাকরণের সময় এক জন চিকিৎসক রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।’’ প্রসঙ্গত, সরকারি কিংবা বেসরকারি সমস্ত কোভিড টিকাকরণ কেন্দ্রেই আগাগোড়াই চিকিসৎকদের থাকা বাধ্যতামূলক।
কলকাতা পুরসভার এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে বলেই জানিয়েছেন তিনি। পুর প্রশাসক বলেছেন, ‘‘টিকা নেওয়ার পর বয়স্ক মানুষদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই সেই পরিস্থিতি সামাল দিতে পারেন একমাত্র চিকিৎসকরাই।’’ প্রসঙ্গত, বয়স্ক, অসুস্থদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার সিদ্ধান্তে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করেছেন ফিরহাদ।