State News

ঝুলে রইল রাজীবের ভাগ্য, কাল ফের শুনানি হাইকোর্টে

সোমবার রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমার হাইকোর্টে স্বামীর হয়ে আগাম জামিনের আবেদন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১১
Share:

রাজীব কুমার। —ফাইল চিত্র।

কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে সারদা মামলায় আগাম জামিনের শুনানির পরেও, রাজীব কুমারের ভাগ্য নির্ধারিত হল না। বুধবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে ওই মামলার শুনানি চলে প্রায় এক ঘণ্টা। রাজীব কুমার এবং সিবিআইয়ের আইনজীবীদের সওয়াল জবাবের পর বিচারপতি সহিদুল্লা মুনশি জানিয়ে দেন, বৃহস্পতিবার সকালে আগাম জামিন সংক্রান্ত এই মামলার শুনানি হবে। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রে। ফলে ঝুলেই রইল রাজীবের ভাগ্য!

Advertisement

শুনানির আগেই অবশ্য সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করতে বলেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই মন্তব্যের পর রাজীব কুমারের পক্ষে রায় যাবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে আইনজীবী মহলে। বৃহস্পতিবার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

সোমবার রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমার হাইকোর্টে স্বামীর হয়ে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান রাজীবের আইনজীবীরা। তখন বিচারপতি মুনশি বলেন, ‘‘জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন কেন মনে করছেন?’’ বিচারপতি দাশগুপ্ত রাজীবের আইনজীবীদের উদ্দেশে বলেন, “যান, গিয়ে আত্মসমর্পণ করতে বলুন করুন মক্কেলকে।’’

Advertisement

এ দিন শুনানিতে অংশ নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে পৌঁছন গিয়েছেন সিবিআই এবং রাজীব কুমারের আইনজীবীরা। আলিপুর জেলা আদালতে আগাম জামিন খারিজ হওয়ার পর হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন রাজীব। হাইকোর্টের ‘আত্মসমর্পণ’ মন্তব্য ছাড়াও, আলিপুরের জেলা ও দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্তের রায়ের কথাও এখনও ভাবাচ্ছে রাজীবের আইনজীবীদের। তিনি তাঁর রায়ে লিখেছিলেন, ‘‘রাজীব কুমারকে অবিলম্বে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে।’’

আরও পড়ুন: রাজনৈতিক সার্কাস করতে আসিনি, খোঁচা রাজ্যপালের, উনি নিরপেক্ষ নন, পাল্টা পার্থর

আইনজ্ঞদের একাংশের মতে, সওয়াল জবাবের সময় দুটো বিষয়ই মাথায় রাখতে হবে রাজীবের আইনজীবীদের। বর্ষীয়ান এক আইনজীবীর কথায়, ‘‘তাঁরা যখন আগাম জামিনের আবেদন জানাবেন হাইকোর্টকে, তাঁদের যুক্তিও ঠিক ভাবে উপস্থাপন করতে হবে।’’

আরও পড়ুন: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

অন্য দিকে সিবিআইও তৈরি হয়েছে আগাম জামিনের আবেদনের বিরোধিতার জন্য। সিবিআইয়ের হয়ে আইনজীবী ওয়াই জে দস্তুর এবং কালীচরণ মিশ্রের সওয়াল করার কথা। একটি সূত্রে জানা গিয়েছে, যদি হাইকোর্টে ফের ধাক্কা খান রাজীব, তা হলে সুপ্রিম কোর্টে তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement