প্রতীকী ছবি।
মাধ্যমিক পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষেধ ছিল শিক্ষক-শিক্ষিকাদের। এ বার তাঁরা স্মার্টওয়াচ পরেও ঢুকতে পারবেন না। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন। পর্ষদ কর্তাদের মতে, স্মার্টওয়াচে এমন প্রযুক্তি রয়েছে যেখানে প্রশ্ন ফাঁসের আশঙ্কা রয়েছে। পর্ষদের এই নির্দেশে অপমানিত বোধ করছেন শিক্ষকদের একাংশ। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারের মতে, ‘‘এই নির্দেশ দেওয়ায় শিক্ষক সমাজকে অসম্মান করা হচ্ছে। তাঁদের উপর ভরসা রাখুক পর্ষদ।’’ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তরের জন্য আজ মঙ্গলবার থেকে কন্ট্রোল রুম খুললো মধ্যশিক্ষা পর্ষদ।
নম্বরগুলি হল:
• কন্ট্রোল রুম-০৩৩-২৩৫৯২২৬৪, ০৩৩-২৩৫৯২২৭৪
• পর্ষদ সভাপতি-০৩৩-২৩২১৩০৮৯, ০৩৩-২৩২১৩৮১২,৯০৫১৪১৪১১১
• ভারপ্রাপ্ত সচিব-৯০৫১০৬৮৫৪৮
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ধিত পেনশন অধরা