Indian Railways

সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে কাটা যাবে না ট্রেনের টিকিট! কবে, কেন জেনে নিন

আগামী ৭ জানুয়ারি শনিবার রাত পৌনে ১২টা থেকে ৮ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৫টা, এই ৫ ঘণ্টা ৪৫ মিনিট কাটা যাবে না ট্রেনের সংরক্ষিত টিকিট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:৩৭
Share:

মঙ্গলবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক ওই বিজ্ঞপ্তি জারি করেছেন। ফাইল চিত্র ।

ট্রেনের সংরক্ষিত টিকিট কাটা যাবে না প্রায় পৌনে ৬ ঘণ্টা। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি শনিবার রাত পৌনে ১২টা থেকে ৮ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৫টা, এই ৫ ঘণ্টা ৪৫ মিনিট কাটা যাবে না ট্রেনের সংরক্ষিত টিকিট। মঙ্গলবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিকের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস)-এর তথ্যকেন্দ্রে কাজ চলার কারণে ওই নির্দিষ্ট সময়ে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং পূর্ব-মধ্য রেলে অনলাইনে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটা যাবে না। ওই পৌনে ৬ ঘণ্টা রেলের ‘কারেন্ট বুকিং’ও বন্ধ থাকবে।

টিকিট কাটা বন্ধ থাকার পাশাপাশি, ওই ৫ ঘণ্টা ৪৫ মিনিট ট্রেনের ‘অনুসন্ধান কেন্দ্র’ও কাজ করবে না বলেও জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement