৪ অক্টোবর রাতে টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় মণীশকে। নিজস্ব চিত্র
টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের মূল চক্রী নাসির মণ্ডলকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ (সিআইডি)। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী হাইওয়ের ধারে সিআইডি তল্লাশি চালায়। সেখানেই নাসির ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসির দক্ষিণ ২৪ পরগণার বাসন্তির বাসিন্দা। মণীশ খুনে সে মূলচক্রী বলে সিবিআই সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, শুক্রবার নাসিরকে আদালতে তোলা হবে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অক্টোবরের ৪ তারিখ রাতে টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় মণীশকে। খুনের সময় বিটি রোডের ধারে মণীশের গাড়িটি দাঁড় করানো ছিল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে কয়েকজন সঙ্গীর সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন মণীশ। সেই সময়েই মোটরবাইকে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়।
আরও পড়ুন: ডাকলে চোখ খোলার চেষ্টা করছেন, সঙ্কটজনক হলেও স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য
এর আগে খুররম, গুলাব শেখ, সুবোধ রায়, রোশন যাদব-সহ একাধিক সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই ভাড়াটে খুনি।
আরও পড়ুন: জরুরি ব্যবহারে ফাইজার টিকাকে ছাড়পত্র এ বার আমেরিকাতেও