Tapas Roy

সুযোগ পেলে গরিবের জন্য চাকরির সুপারিশ আবারও করব, তবে কোনও কিছুর বিনিময়ে নয়: তাপস রায়

বিধানসভার উপ মুখ্যসচেতক তাপসের কথায়, ‘‘আমি কংগ্রেস জমানাতেও অনেকের চাকরির সুপারিশ করেছি। এই জমানায় খুব যে সুযোগ পেয়েছি তা নয়। তবে ভবিষ্যতে পেলে, আমি তা করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ২১:২০
Share:

তাপস রায়। —ফাইল চিত্র।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তাঁর বাড়িতে প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার এক সাক্ষাৎকারে সেই তৃণমূল বিধায়ক তাপস রায় বললেন, ‘‘সুযোগ পেলে গরিব মানুষের পরিবার বাঁচাতে, দলের কর্মীদের জন্য আবারও আমি চাকরির সুপারিশ করব। তবে কোনও কিছুর বিনিময়ে নয়।’’

Advertisement

বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস। তাঁর কথায়, ‘‘আমি কংগ্রেস জমানাতেও অনেকের চাকরির সুপারিশ করেছি। এই জমানায় খুব যে সুযোগ পেয়েছি তা নয়। তবে ভবিষ্যতে পেলে, আমি তা করব।’’ তাপসের বিরুদ্ধে বিরোধী নেতারাও দুর্নীতির অভিযোগ তোলেন না। বাম, বিজেপি, কংগ্রেস নেতারা ঘরোয়া আলোচনায় এ কথা স্বীকারও করেন যে, তাপস অন্য রকমের রাজনীতিক। সেই তাপসের বাড়িতে শুক্রবার ইডি-অভিযান নিয়ে তৃণমূল তো বটেই, সমগ্র রাজনৈতিক মহলই বিস্ময়ের চোখে দেখেছে। তাপস বলেন, ‘‘আমি চিরকাল অর্থের বিনিময়ে চাকরি দেওয়া বা ছাত্রভর্তির বিরুদ্ধে। এ কথা সর্বজনবিদিত। আমার বাড়িতে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এল, এটা কী করে হতে পারে!’’

শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টই বলা হয়েছিল, তাপস এবং সুজিত বসুর বাড়িতে একই সময়ে ইডির হানা আসলে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। সেই প্রসঙ্গেই তাপস বাম-জমানার কথা উল্লেখ করেছেন। সিপিএম জমানায় মধ্য কলকাতায় তাপসের সঙ্গে দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা লক্ষ্মী দে-র লড়াই ছিল সুবিদিত। তাপস বলেন, ‘‘সিপিএম জমানাতেও অনেক লড়াই হয়েছে। টানা ৪২ মাস লড়াই চলেছে। কিন্তু কখনও আমার বাড়িতে পুলিশ আসেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement