Mamata Banerjee

Mamata Banerjee & Firhad Hakim: ববিকে গ্রেফতার করা হলেই মনে করবেন সব সাজানো ঘটনা, বললেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গ্রেফতার হলেই তা সাজানো ঘটনা বলে মনে করবেন। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৭:১৬
Share:

ববিকে গ্রেফতার করতে পারে। আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফাইল চিত্র

কলকাতার মেয়র ববি (ফিরহাদ) হাকিম গ্রেফতার হলেই মনে করবেন সব সাজানো ঘটনা। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার গাঁধীমূর্তির পাদদেশে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘যদি দেখেন অনেক কিছু পাওয়া যাচ্ছে আর ববি গ্রেফতার হচ্ছে, তা হলে মনে করবেন সব সাজানো ঘটনা। আর সব কিছু মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে জানবেন সব পূর্বপরিকল্পিত।’’

Advertisement

মমতা বলেন, ‘‘সব এখন বিজেপির টাকায় চলছে। মিডিয়াও এখন বিজেপি টাকায় চলছে, তাই সব কিছুরই এখন মিডিয়া ট্রায়াল চলছে।’’ তিনি আরও বলেন, ‘‘কেষ্ট চোর, ববি চোর, অরূপ চোর, অভিষেক চোর, আমিও চোর। রেড রোডও চোর, মেয়ো রোডও চোর। তোমরা সবাই সাধু। সিপিএম ৩৪ বছর চুরি করে খেয়েছ। বিজেপির কোটি কোটি টাকা কোথায় রয়েছে তা-ও আমি জানি। আমিও সব কিছুর লিস্ট করেছি।’’

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে ৫২ কোটি টাকা উদ্ধারের ঘটনায় বিরোধীরা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে। তা যে তৃণমূল নেতৃত্ব কোনও ভাবেই মেনে নেবেন না, এবং মিডিয়াতে সেই প্রচারেরও তীব্র বিরোধিতা করছেন, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা।

Advertisement

মমতার কথায়, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাংলায় হুইলচেয়ারে করে প্রচার করেছিলাম। আপনাদের সমর্থন পেয়েছিলাম। বিজেপিকে আটকে দিয়েছিলাম। এ বার ২০২৪ সালে বিজেপিকে দিল্লি থেকে সরাতে হবে। ২১-এ কলকাতায় হারিয়েছিল, ২৪-এ লালকেল্লা থেকে ওদের হঠাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement