প্রতীকী ছবি।
আইসিএসই-র ফল রবিবার প্রকাশিত হবে। শনিবার সন্ধ্যায় সিআইএসসিই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রবিবার বিকেল ৫টা থেকে পরীক্ষার্থীরা বোর্ডের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট (www.cisce.org) এবং এসএমএস-এ ফল দেখতে পাবে। কী ভাবে দেখতে হবে, তার বিস্তারিত বর্ণনা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। এ বার আইসিএসই পরীক্ষা দু’টি সিমেস্টারে হয়েছিল। দু’টির ফল একসঙ্গে বেরোবে। রিভিউ করতে চাইলে ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
কোনও পড়ুয়াকে রেজাল্ট দেখতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর। ওয়েবসাইট ছাড়াও ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে আইসিএসই ও ৭ সংখ্যার ‘ইউনিক আইডি’ লিখলে পাঠালে এসএমএসের মাধ্যমে জানা যাবে ফল। ফলে কোনও বিভ্রান্তি আছে মনে করলে থাকছে রিভিউয়ের সুযোগও। ১৭ জুলাই বিকাল ৫টা থেকে ২৩ জুলাই পর্যন্ত রিভিউ করা যাবে দশম শ্রেণীর ফলাফল। রিভিউয়ের জন্য প্রতি বিষয় পিছু ১ হাজার টাকা করে দিতে হবে ইচ্ছুক পড়ুয়াদের।