ICDS

আইসিডিএসের বিধানসভা অভিযান

আইসিডিএস কর্মীদের সুবিধা-অসুবিধার কথা সরকারের মাথায় আছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৭
Share:

আইসিডিএসের প্রতিনিধিদল বিধানসভায় শশী পাঁজার সঙ্গে দেখা করলেন।—ফাইল চিত্র।

ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা-সহ শ্রমিকদের প্রাপ্য সুবিধা এবং সেন্টারগুলির উন্নতির দাবিতে বিধানসভা অভিযান করল রাজ্য আইসিডিএস কর্মী সমিতি। কলকাতা পুরসভার কাছে বৃহস্পতিবার প্রথমে তাদের সমাবেশে বক্তা ছিলেন সুজন চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, অনাদি সাহু এবং সংগঠনের সাধারণ সম্পাদক রত্না দত্ত। তার পরে আইসিডিএস কর্মীদের মিছিল গাঁধীমূর্তির কাছে আটকে দেয় পুলিশ। সেখান থেকে একটি প্রতিনিধিদল বিধানসভায় যায় রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করতে। আইসিডিএস কর্মীদের সুবিধা-অসুবিধার কথা সরকারের মাথায় আছে বলে জানিয়েছেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement