এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রথম বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মানিক ভট্টাচার্য।
একদিন আগেই বলেছিলেন, ‘‘আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস।’’ এ বার সরাসরি বলে দিলেন ‘‘বিচারাধীন বিষয়ে প্রশ্ন না করলেই খুশি হব।’’ আদালতের নির্দেশে সদ্য এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রথম বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মানিক ভট্টাচার্য। এসএসসি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমার শুধু একটি বক্তব্য রয়েছে, আদালতে বিষয়টি বিচারাধীন। এবং আমার সম্পূর্ণ আস্থা রয়েছে বিচারব্যবস্থা ও কলকাতা হাই কোর্টের উপর। আমি আদালতের বাইরে একটি কথাও বলব না। আমি একটি শব্দ উচ্চারণ করব না। মাননীয় বিচারপতির নির্দেশ অনুযায়ী আমি আমার বক্তব্য আদালতে পেশ করেছি। আদালত যদি আবার কোনও নির্দেশ দেয় তা হলে আবার আমি নিজের মতামত পেশ করব।’’
সিবিআই জেরা কিংবা আদালতের নির্দেশের পর কি দলীয় নেতৃত্বের সঙ্গে কোনও আলোচনা হয়েছে এ বিষয়ে? জবাবে মানিক বলেছেন, ‘‘আমি একটি কথাও বলব না। হাজার শব্দের একটিই উত্তর পাবেন, আমি আদালতের বাইরে কোনও মন্তব্য করব না। বিচারাধীন বিষয়ে প্রশ্ন না করলে খুশি হব।’’ আর আদালতে দাঁড়িয়ে ‘আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস।’ মন্তব্য প্রসঙ্গে সংবাদমাধ্যম দ্বারা হেনস্থা নিয়ে প্রশ্ন করা হলে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক বলেছেন, ‘‘আমি কোথাও আমাকে হেনস্থা করা হয়েছে এমন কথা বলিনি। আপনাদের কথা আমার মুখে বসাবেন না। আমি শুধু এটুকু বলছি, আমার যা বক্তব্য আছে তা কেবল আমি আদালতের সামনেই বলব। আমার পূর্ণ আস্থা আছে বিচারব্যবস্থার উপরে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।