Firhad Hakim

‘কেউ কেউ ছেড়ে গিয়েছেন, দিদিকে আমি ছেড়ে যাব না’, বিধানসভায় কথা দিলেন ফিরহাদ হাকিম

বাড়িতে বার বার সিবিআই ইডির হানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যাবেন না বলে মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে এমনটাই বললেন ফিরহাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২
Share:

ফিরহাদ হাকিম-মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তাঁর বাড়িতে একাধিক বার হানা দিয়েছে সিবিআই! নারদ কাণ্ডে জেল হাজতেও যেতে হয়েছিল তাঁকে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যাবেন না বলে মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে ‘ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম’ নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। সেই আলোচনায় আগাগোড়া তুলোধনা করেন কেন্দ্রীয় সরকারের নতুন এই বিলকে। সেই বক্তৃতায় বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা আমার বাড়িতে সিবিআই পাঠিয়েছেন। কী পেয়েছেন? ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব! কখনও দিদিকে ছেড়ে চলে যাব না। মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব। কেউ কেউ চলে গিয়েছেন। নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। কিন্তু সকলে নয়।’’ মনে করা হচ্ছে এমন কথা বলে তিনি নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কারণ, তৃণমূল প্রায়শই অভিযোগ করে, নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে যোগদান করেছেন। তবে পাল্টা বিজেপি পরিষদীয় দলের তরফে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেছেন, ‘‘আসলে যে ভাবে তৃণমূলের মন্ত্রী বিধায়করা সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হতে শুরু করেছেন, তাতে তৃণমূল নেতারা মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরার পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার আঁচ পেয়েই মুখ্যমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে ফিরহাদ এসব কথা বলেছেন।’’

Advertisement

নতুন বিলের সমালোচনা করে ফিরহাদ বলেন, ‘‘সন্ত্রাসবাদীদের ধরার নামে বহু নিরীহ মানুষকে জেলে পোরা হচ্ছে। এমনকি, বহু সংবাদমাধ্যমের প্রতিনিধিকেও এই আইনের জেলে ঢোকানো হয়েছে। হাতরাসে যাচ্ছিলেন এমন একজন সাংবাদিককে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আসলে যিনি বা যাঁরা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতির ও কাজের বিরোধিতা করেন বা করছেন তাঁদের বিরুদ্ধে এই দমনমূলক ব্যবস্থা নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এটা কখনওই কাম্য নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement