মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে এ বার পথে নামছে তৃণমূল কংগ্রেস। এই দাবিতে আগামী ৫ এবং ৬ জুন রাজ্যের সর্বত্র মিছিলের কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘পাঁচ মাস এই টাকা বন্ধ রেখে নোংরা রাজনৈতিক খেলা খেলছে কেন্দ্রীয় সরকার। এটা আমাদের প্রাপ্য।’’একশো দিনের কাজের টাকা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের অভিযোগ, গত ডিসেম্বর মাস থেকে এই খাতে প্রাপ্য প্রায় ৬ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এ বার সেই প্রাপ্য আদায়ে রাজনৈতিক কর্মসূচি নিল তৃণমূল। মমতা বলেন, ‘‘সংবিধানের নিয়ম আছে, একশো দিনের কাজ যাঁরা করবেন, তাঁরা ১৫ দিনের মধ্যে মজুরি পাবেন। এটা আমাদের প্রাপ্য। কিন্তু পাঁচ মাস ধরে গরিব মানুষ এই টাকা পাচ্ছেন না।’’
রবিবার পুরুলিয়া যাওয়ার পথে এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে এ দিন দুর্গাপুরে তিনি বলেন, ‘‘একশো দিনের কাজে বাংলা দেশে প্রথম। বাংলা আবাস যোজনা ও গ্রামীণ সড়ক প্রকল্পেও প্রথম। আবাস যোজনার টার্গেট কি এ বছর এখনও জানানো হয়নি।’’ রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ করে তিনি আরও বলেন, ‘‘এই টাকা কেন্দ্রের টাকা নয়। এখান থেকে যে কর তুলে নিয়ে যায়, এখন তো দেখেছেন, জিএসটি হয়ে গিয়েছে, সেটা ওরা সবটা নিয়ে যায়। সেখান থেকে আমাদের যা প্রাপ্য আমরা পাই। এটা নয় যে তাঁরাদয়া করছেন।’’
কেন্দ্রের কাছে প্রাপ্য নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে একশ’ দিনের কাজ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। দল ও দলের সব শাখা সংগঠনকে এই রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হওয়ার নির্দেশ দিয়ে মমতা এ দিন বলেন, ‘‘কেন মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছে না, বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও’, এই স্লোগানে গ্রাম ও শহরে এই আন্দোলন হবে।’’
বকেয়া আদায় নিয়ে দিল্লিতেও রাজনৈতিক কর্মসূচি নেবে বলে এ দিন জানিয়েছেন তৃণমূলনেত্রী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।