Higher Secondary

Higher Secondary: অনলাইন নথিভুক্তি উচ্চ মাধ্যমিকে

শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাল, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রক্রিয়া চালু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৭:১৫
Share:

ফাইল চিত্র।

পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফি, একাদশের বার্ষিক পরীক্ষার ফি, উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল-আপের ফি অনলাইনেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা করতে পারবে বিভিন্ন স্কুল। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বলা হয়েছে, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রক্রিয়া চালু হল। তবে অফলাইনেও ফি জমা করা যাবে। অনলাইনে স্কুলগুলি কী ভাবে ফি জমা দেবে তাও বলা হয়েছে। তবে প্রধান শিক্ষকদের একাংশের মতে, অনেক স্কুলেই নিজস্ব নেট ব্যঙ্কিং সুবিধা নেই। এ বিষয়ে শিক্ষা দফতর প্রয়োজনীয় পদক্ষেপ করলে ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement