বার্ধক্য-ভাতা নিয়ে দুর্নীতি, ধৃত প্রাক্তন প্রধান-সহ ৩

বার্ধক্য-ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগে পাণ্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের কার্তিকচন্দ্র রায় এবং দুই প্রাক্তন সদস্যকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে হাতনি গ্রামের বাসিন্দা কার্তিকবাবুকে তাঁর বাড়ি থেকেই ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাণ্ডুয়া শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০১:৫৩
Share:

বার্ধক্য-ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগে পাণ্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের কার্তিকচন্দ্র রায় এবং দুই প্রাক্তন সদস্যকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে হাতনি গ্রামের বাসিন্দা কার্তিকবাবুকে তাঁর বাড়ি থেকেই ধরা হয়। ধৃত বাকি দু’জন হলেন নূর মহম্মদ এবং তাঁর ছেলে আব্দুল লাহিল কাফি। হরালদাসপুরে তাঁদের বাড়ি। তাঁরাও সিপিএম সমর্থক। ধৃতদের মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে হাজির করানো হয়। তিন জনকেই জামিন দেন বিচারক।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগের পঞ্চায়েত বোর্ডের প্রধান ছিলেন কার্তিকবাবু। ওই বোর্ডের মেয়াদের শেষ দিকে পঞ্চায়েত এলাকার বাসিন্দা, ৭১ বছরের বিপিএল তালিকাভুক্ত নূর আহমেদ নামে এক গ্রামবাসী বেশ কয়েক মাস ধরে তাঁর বার্ধক্য-ভাতা পাচ্ছিলেন না। পরে তিনি জানতে পারেন, তাঁর নামে বরাদ্দ টাকা তুলে নিচ্ছিলেন নূর মহম্মদ। এর পিছনে প্রধানের যোগসাজশ রয়েছে, এই অভিযোগ নিয়ে তিনি বিডিও নবনীপা সেনগুপ্তের দ্বারস্থ হন। বিডিও যুগ্ম বিডিওকে তদন্তের দায়িত্ব দেন। সেই তদন্তের রিপোর্টে ভিত্তিতেই বিডিও গত ৫ জুলাই কার্তিকবাবুদের নামে থানায় এফআইআর করেন।

বিডিও বলেন, “যুগ্ম বিডিও-র তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তারই পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ জানানো হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement