বিদ্যালয়ের শতবর্ষ
বাঁটুল মহাকালী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হয়ে গেল। এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষকেরাও সামিল হয়েছিলেন।
৭৫ বছর উদযাপন
উলুবেড়িয়া যদুরবেড়িয়া সনাতন স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর উদযাপন উপলক্ষে সোমবার তিন কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা ও দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমাজ সচেতনামূলক নানা পোস্টার, মনীষিদের ছবি নিয়ে শোভাযাত্রায় সামিল হয়েছিল ছোটরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান
শ্যামপুর নাকোল বিদ্যার্থী সঙ্ঘের উদ্যোগে সম্প্রতি দু’দিন ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়ার আয়োজন করা হয়। পরিবেশিত হয় যাত্রাপালা ‘আমি যুধিষ্ঠির’।
জগৎবল্লভপুরে মেলা
রাজ্য সরকারের কৃষি বিভাগের উদ্যোগে এবং জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় সম্প্রতি ‘মাটি, কৃষি, উদ্যান, মৎস্য, সমবায় ও প্রাণিসম্পদ মেলা হয়ে গেল। তিন দিনের এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি ছিল বাউল গান, শ্রুতিনাটক, ম্যাজিক শো, ছৌ নাচ ও যাত্রার আসর।
স্কুলে স্বাস্থ্যশিবির
সম্প্রতি হাওড়ার জয়পুরের দক্ষিণ ভাটোরায় ভাটোরা ইউনিয়ন হাইস্কুলে নিখরচায় স্বাস্থ্যশিবির হয়ে গেল। শিবিরে রক্তপরীক্ষা করেন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের চিকিৎসকেরা। শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে ৮৫ জন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান।