Murder

বাঁশবেড়িয়ায় দম্পতি খুনে গ্রেফতার নাতি

হুগলি জেলা (গ্রামীণ) পুলিশের এক আধিকারিক জানান, পুলিশের চোখে ধুলো দিতে ওই যুবক বাড়ি ছেড়ে পালায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মগরা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০২:৩৪
Share:

প্রতীকী ছবি

বাঁশবেড়িয়ার বৃদ্ধ দম্পতিকে খুনের অভিযোগে তাঁদের নাতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ জুম্মান অপরাধের কথা কবুল করেছে বলে তদন্তকারীদের দাবি। জেরায় ধৃত তদন্তকারীদের জানিয়েছে, দাদুর (মুসলিম মিঁয়া ডাফালি) কাছে প্রায়ই সে টাকা চাইত। শনিবার দাবিমতো টাকা না পেয়ে তার মাথায় রাগ উঠে যায়। তখনই দাদু এবং দিদিমা (রহিমা বিবি)-কে খুনের পরিকল্পনা করে সে। রাতে একটি ছুরি নিয়ে দাদু-দিদিমার উপরে ঝাঁপিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

Advertisement

হুগলি জেলা (গ্রামীণ) পুলিশের এক আধিকারিক জানান, পুলিশের চোখে ধুলো দিতে ওই যুবক বাড়ি ছেড়ে পালায়নি। স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে গিয়েছে। কিন্তু জেরায় আর নিজেকে লুকিয়ে রাখতে পারেনি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যবহৃত ছুরির খোঁজ চলছে। ওই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সে ব্যাপারেও তাকে জেরা করা হচ্ছে।

রবিবার সকালে বাঁশবেড়িয়া পেপার মিলের কাছে নিজেদের বাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় জুম্মানের দাদু-দিদিমার রক্তাক্ত মৃতদেহ। পুলিশ জানায়, দু’জনেরই মাথা এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। তদন্তে নেমে ওই দিনই স্থানীয় একটি ইমারতি সরঞ্জামের দোকানের কর্মী, বছর উনিশের জুম্মান-সহ নিহতদের তিন নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরিবারের অন্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। পরে জুম্মানকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement