প্রতীকী ছবি।
পিকনিকে নেশা করেছিল দু’জনই। এর পরে বচসায় জড়িয়ে এক যুবক চড় মেরেছিল অন্য জনকে। অভিযোগ, চড়ের বদলা নিতে ওই যুবক রাতে দ্বিতীয় জনকে গুলি করে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে আক্রমণকারী যুবকের সঙ্গীর মুদিখানার দোকান ভেঙে আগুন লাগিয়ে দেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, ওই দোকানের আড়ালে সাট্টা ও নেশার ঠেক চলত।
প্রজাতন্ত্র দিবসের রাতে ওই ঘটনা ঘটেছে লিলুয়া থানা এলাকার বিরাডিঙি নতুন পোল ভেড়ির কাছে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম ভানু সিংহ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় নানা অসামাজিক কাজে জড়িত ওই যুবকের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া থেকে একাধিক খুন ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ভানুকে গুলি করার অভিযোগে ছোটোন দাস নামে এক যুবক-সহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে পুড়িয়ে দেওয়া দোকানের মালিক জয় ঘোষও রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়া চকপাড়া খালধারের পাশে একটি টিনের চালের অস্থায়ী মুদিখানার দোকানের পিছনে সাট্টা ও নেশার ঠেক চালাত জয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা হলেই ওই দোকানে জড়ো হত স্থানীয় দুষ্কৃতীরা। ভানুও ওই সাট্টার ঠেকে নিয়মিত যাতায়াত করত। পুলিশ জানায়, ওই সব দুষ্কৃতীরাই ২৬ জানুয়ারি উপলক্ষে বিকাল থেকে পিকনিক করছিল নতুন পোল ভেড়ি এলাকায়। রাতে ওই পিকনিকেই আসরে নেশা করে পরস্পরের মধ্যে ভাগবাটোয়ার নিয়ে গোলমাল শুরু হয়। পুলিশ জানায়, ওই সময় ভানু চড় মেরে বসে ছোটন দাস নামে এক সঙ্গীকে। এ থেকেই গোলমাল আরও বাড়ে। ছোটন তখনকার মতো ঘটনাস্থল থেকে চলে গেলেও রাতে ছোট পোলের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ভানুকে মারার জন্য অপেক্ষায় থাকে। পুলিশ জানায়, ভানু তিন সঙ্গীকে নিয়ে বাইকে চেপে ফিরছিল। তখন তাকে গুলি করে ছোটন। ঘটনার পরে মোটরবাইক ফেলে রেখে ভানুর দুই সঙ্গী পালিয়ে যায়।
সোমবার সকাল ৮টা নাগাদ এলাকার লোকজন ঘটনা জানাজানি হওয়ার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানায়, দুষ্কৃতীদের মূল ঠেক ছিল জয়ের দোকান। সেটি ভেঙে আগুন লাগিয়ে দেন স্থানীয় মানুষ। দমকল আসার আগেই পুরো দোকান পুড়ে যায়।
হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘অভিযোগ পেলেই পুলিশ ব্যবস্থা নেয়। তবে যে দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই দোকানের পিছনে জুয়া, সাট্টার ঠেক চলত বলে আমাদের কাছে খবর ছিল না। খবর থাকলে ব্যবস্থা নেওয়া হয়।’’