নির্বাচন বিধির তোয়াক্কা না করে দলীয় পতাকায় মোড়া মণ্ডপে শ’পাঁচেক কর্মী-সমর্থকদের ভোজ খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরামবাগের ডোঙ্গল সেতুর মুখে দ্বারকেশ্বর নদীর বাঁধ লাগোয়া এলাকায় তৃণমূলের এই ভোজের আসর নিয়ে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে সিপিএম।
সিপিএমের জোনাল নেতা মোজাম্মেল হোসেনের অভিযোগ, “নির্বাচন সংক্রান্ত বিধি মানার ক্ষেত্রে যথাযথ নজরদারি করছে না এমসিসি। অভিযোগ না পাওয়া পর্যন্ত তাদের নাকের ডগায় বিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটলেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মডেল কোড অব কন্ডাক্ট টিম খালি বিধি মানার নোটিস পাঠিয়েই ক্ষান্ত থাকছে।”
ডোঙ্গলের তৃণমূল নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কমল কুশারীর দাবি, “আমাদের হাজার পাঁচেক লোকের মিছিল দেখে ঘাবড়ে গিয়েই সিপিএম মিথ্যা অভিযোগ করেছে। মিছিলে সামিল হওয়া লোকদের কোনও মণ্ডপে বসিয়ে খাওয়ানো হয়নি। স্থানীয় লোকেদের বাড়িতে খাওয়ানো হয়েছে।” যদিও মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রতুলকুমার বসু বলেন, “প্রাথমিক তদন্তে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগের সারবত্তা পাওয়া গিয়েছে। অভিযুক্ত দলকে শো-কজ করা হয়েছে। তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”