প্রাক্তন পুলিশকর্তার বাড়িতে চুরি চন্দননগরে

কেউ না-থাকার সুযোগে এক প্রাক্তন পুলিশকর্তার বাড়িতে ঢুকে চুরি করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের মধ্যাঞ্চলের জজ গলি এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৯
Share:

—নিজস্ব চিত্র।

কেউ না-থাকার সুযোগে এক প্রাক্তন পুলিশকর্তার বাড়িতে ঢুকে চুরি করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের মধ্যাঞ্চলের জজ গলি এলাকায়। পুলিশ জানায়, গোটা বাড়ির জিনিসপত্র লন্ডভন্ড করলেও নগদ কিছু টাকা এবং কিছু জিনিসপত্র হাতায় দুষ্কৃতীরা। এই নিয়ে ওই বাড়িতে গত তিন বছরে দু’বার চুরি হল। জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অমিয় চক্রবর্তী নামে রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ওই পুলিশকর্তা গত শুক্রবার সস্ত্রীক কলকাতায় ছেলের বাড়ি যান। এক প্রতিবেশীকে তিনি রাতে থাকতে বলেছিলেন। শনিবার রাতে ওই প্রতিবেশী অমিয়বাবুর বাড়িতে ঢুকতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। তিনি পড়শিদের ডাকেন। তার পরে ওই বাড়ির পিছনের দিকে গিয়ে দেখতে পান, বাথরুমের জানলার ভাঙা রড নীচে পড়ে রয়েছে। অমিয়বাবুর মেয়ে, ওই এলাকারই বাসিন্দা বৈশাখী সরকারকে সকলে খবর দেন। বৈশাখীদেবীর স্বামী গোকুলচন্দ্র সরকার ঘটনাস্থলে আসেন। আসে পুলিশও। পুলিশ ওই বাথরুম দিয়েই ভিতরে ঢুকে চুরি টের পায়। কয়েকটি আলমারি এবং কয়েকটি ঘরের দরজাও ভাঙা হয়।

রবিবার সকালে চন্দননগরে ফেরেন অমিয়বাবুরা। ২০১৫ সালেও ওই বাড়ি থেকে কিছু সোনার গয়না চুরি হয়েছিল। গত বছর জগদ্ধাত্রী পুজোর পঞ্চামীর দিনও চুরির চেষ্টা হয়। অমিয়বাবু বলেন, ‘‘যে ভাবে পর পর চুরি হচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। মনে হচ্ছে, বাড়ির সকলের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল ছিল দুষ্কৃতীরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement