ভুল করে বিয়েবাড়িতে ঢুকে পড়েছিলেন এক যুবক। চোর সন্দেহে তাঁকে পিটুনি দেন বিয়ে বাড়ির লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই মারা গেলেন তিনি। গত শনিবার রাতে হাওড়ার আমতার সারদা গ্রামে ওই মারধরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কার্তিক শাসমল (২৫)। বাড়ি উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া গ্রামে। শনিবার রাতে তিনি তাঁর মামারবাড়ি আমতার শীতলচক গ্রামে যাচ্ছিলেন। কিন্তু সারদা গ্রামের একটি বিয়েবাড়িতে ঢুকে পড়েন। চোর বলে তাঁকে ধরে মারধর করা হয়। খবর পেয়ে তাঁর মামার বাড়ির লোকজন এসে তাঁকে উদ্ধার করে রাতেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে তিনি মারা যান। তাঁর মামা অলোক বাগের অভিযোগ পেয়ে পুলিশ দু’জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।