বাসিন্দাদের দাবি মিটল, শুরু হল রাস্তার কাজ

বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পিচ ঢালা রাস্তা তৈরির কাজ শুরু হল। হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের হিরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মদাই, হিরাপুর প্রভৃতি এলাকায় যাতায়াতের রাস্তা ছিল না। ফলে বাসিন্দাদের বেশ ভোগান্তি হত। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য এইসব এলাকায় অপরাধমূলক কাজকর্ম হত অবাধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৫ ০০:৩৯
Share:

বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পিচ ঢালা রাস্তা তৈরির কাজ শুরু হল। হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের হিরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মদাই, হিরাপুর প্রভৃতি এলাকায় যাতায়াতের রাস্তা ছিল না। ফলে বাসিন্দাদের বেশ ভোগান্তি হত। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য এইসব এলাকায় অপরাধমূলক কাজকর্ম হত অবাধে। কারণ পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতেই পারত না। সেই সুযোগ নিত দুষ্কৃতীরা। এইসব এলাকায় চোলাই মদের ঠেকও গড়ে উঠেছিল একই কারণে। স্থানীয় মানুষই শুধু নয়, পুলিশ প্রশাসনের তরফ থেকেও এই এলাকায় অপরাধমূলক কাজকর্ম বেড়ে চলার জন্য রাস্তার সমস্যার কথা বিভিন্ন মহলে জানানো হয়েছিল। সেই অভাব এবারে পুরণ হতে চলেছে। আরআইডিএফ (গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল)-এর টাকায় রাস্তা তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ। সোমবার ধুলাসিমলা বাজারে এই কাজের উদ্বোধন হয়। জেলা পরিষদ সূত্রের খবর, ধুলাসিমলা বাজার থেকে শুরু হয়ে রাস্তাটি যাবে হিরাপুর বাজার পর্যন্ত। মোট দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। খরচ হচ্ছে ২ কোটি ৮০ লক্ষ টাকা। কাজের উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক পুলক রায়। তিনি বলেন, ‘‘এই রাস্তার টাকার জন্য আমি ব্যক্তিগতভাবে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে পর্যন্ত দরবার করেছি। মূলত তাঁরই উদ্যোগে আরআইডিএফ থেকে টাকা পাওয়া গিয়েছে।’’ আগামী তিন মাসের মধ্যেই রাস্তা তৈরি সম্পূর্ণ হয়ে যাবে বলে জেলা পরিষদ সূত্র থেকে জানানো হয়েছে। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে বহু স্থানীয় মানুষ হাজির হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement