নিত্যযাত্রীদের সভা

‘রোজের যাত্রী’র প্রথম সাংস্কৃতিক উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হল। উত্তরপাড়া গণভবনে ওই সান্ধ্য অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের তরফে অতীন সেনগুপ্ত জানান, লাবণী লাহিড়ি, সৈকত চট্টোপাধ্যায়রা সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়াও যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, নাচ হয়। পরিবেশিত হয় শ্রুতিনাটক ‘কিস্তিমাত’। অফিস টাইমে প্রাত্যহিক ট্রেনযাত্রার একঘেয়েমি ঘোচাতে গান গাইতেন এক দল নিত্যযাত্রী। পরে তাঁরাই ‘রোজের যাত্রী’ নামে সংগঠনটি তৈরি করেন।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:৪৭
Share:

‘রোজের যাত্রী’র প্রথম সাংস্কৃতিক উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হল। উত্তরপাড়া গণভবনে ওই সান্ধ্য অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের তরফে অতীন সেনগুপ্ত জানান, লাবণী লাহিড়ি, সৈকত চট্টোপাধ্যায়রা সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়াও যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, নাচ হয়। পরিবেশিত হয় শ্রুতিনাটক ‘কিস্তিমাত’। অফিস টাইমে প্রাত্যহিক ট্রেনযাত্রার একঘেয়েমি ঘোচাতে গান গাইতেন এক দল নিত্যযাত্রী। পরে তাঁরাই ‘রোজের যাত্রী’ নামে সংগঠনটি তৈরি করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement