গ্রেফতারির দাবিতে মিছিল

ডোমজুড়ের মহিয়াড়িতে পুকুর ভরাট ও সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত প্রমোটার সত্যজিৎ পাল ওরফে রাজু পালকে দ্রুত গ্রেফতারের দাবিতে ও পুকুর ভরাট করে নির্মাণ কাজ বন্ধের দাবিতে মিছিল করলেন গ্রামবাসীদের একাংশ।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:০৪
Share:

ডোমজুড়ের মহিয়াড়িতে পুকুর ভরাট ও সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত প্রমোটার সত্যজিৎ পাল ওরফে রাজু পালকে দ্রুত গ্রেফতারের দাবিতে ও পুকুর ভরাট করে নির্মাণ কাজ বন্ধের দাবিতে মিছিল করলেন গ্রামবাসীদের একাংশ। রবিবার বিকেলে মহিয়াড়ি খটির বাজার থেকে মিছিলটি শুরু হয়। শেষ হয় আন্দুল বাসস্ট্যান্ডে। মিছিলের অন্যতম আয়োজক সৈকত রায়ের অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগে লক্ষ্মীকমল হাসপাতালের সামনে পুকুর ভরাটের ছবি তুলতে গিয়ে এক সাংবাদিক মার খেয়েছিলেন। তার পর স্থানীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত পাঁচ জন শ্রমিক ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ডোমজুড় থানার পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement