বিক্ষোভ: দেখানো হচ্ছে কালো পতাকা। নিজস্ব চিত্র
কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে টেবিল-চেয়ার ভাঙচুরের প্রতিবাদে এবং তাদের শাস্তির দাবিতে বুধবার খানাকুলের রাজা রামমোহন রায় কলেজে বিক্ষোভ দেখাল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। এ দিন কলেজে পরিচালন কমিটির বৈঠকে সভাপতি আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার এলে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। দেখানো হয় কালো পতাকা। সাংসদ অবশ্য বলেন, “ছাত্র-ছাত্রীরা সবাই ভাল ব্যবহার করেছেন। আমরা একসঙ্গে গাছও লাগিয়েছি। সকলেই চায় কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সেই ব্যবস্থাতেই জোর দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, ‘‘আমাদের কলেজের নিয়ম আছে পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারবে না। আইনশৃঙ্খলার প্রশ্ন উঠলে পুলিশ প্রশাসন দেখবে।”
কলেজ সূত্রে জানা যায়, সোমবার বিকালে খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে কিছু চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। তা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ দেখায় বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি। কিন্তু বুধবার পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি-এই অভিয়োগ তুলে ফের এ দিনও বিক্ষোভ দেখায় বিজেপি ছাত্র সংগঠন।
কলেজের বিজেপি ছাত্র সংগঠনের নেতা ধর্মদাস বৌরির অভিযোগ, “সোমবারে ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হলাম।”
অন্য দিকে, কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছেন খানাকুলের ছাত্র নেতা তথা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হায়দার আলি। কলেজ অধ্যক্ষ জীবন পাল বলেন, “বিষয়টা নিয়ে কলেজ পরিচালন সমিতির বৈঠকে আলোচনা হয়েছে”।