Rape

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ০৩:২৯
Share:

প্রতীকী ছবি।

বাড়িতে শৌচালয় নেই। মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষিত হল এক নাবালিকা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ওই নাবালিকা মাঠে শৌচকর্ম করতে যায়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও মেয়ে ফিরছে না দেখে মা খোঁজাখুজি শুরু করেন। বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ‍্যে প্রায় অচৈতন‍্য অবস্থায় তাকে পাওয়া যায়। শুক্রবার সকালে নাবালিকাকে হরিপাল হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকা বাড়িতে তার মায়ের সঙ্গেই থাকে। মা দিনমজুরি করে সংসার চালান। নাবালিকা স্থানীয় একটি স্কুলের ছাত্রী। নাবালিকার মা প্রতিবেশী এক যুবক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement