মিছিলে বিমান বসু। নিজস্ব চিত্র
বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের ঘনঘন বাংলায় আসা নিয়ে কটাক্ষ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। রবিবার হাওড়ার মন্দিরতলা থেকে একটি মিছিলে অংশ নেন তিনি। আর সেখানেই বিজেপির শীর্ষ নেতৃত্বের রাজ্যে আসার কর্মসূচিকে ‘পলিটিক্স ট্যুরিজিম’-এর অংশ বলে কটাক্ষ করেন বিমান।
তৃণমূল থেকে বিজেপিতে দলবদলের একাধিক ঘটনা কী ভাবে দেখছেন তিনি? উত্তরে বিমান বসু বলেন, ‘‘বিজেপি আর তৃণমূলের আগে থেকেই বোঝাপড়া হয়েছে। তাই তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন।’’
আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোন অঙ্কে বোঝাপড়া করতে চলেছে বাম শিবির? বিমান বসু জানালেন, ২৯৪টি আসনেই দু’দলের মধ্যে সমঝোতা হবে। শুধু আসন বণ্টন করে ভোটে লড়াই করা নয়, তার আগে যৌথ আন্দোলনেও পথে নামবে বামফ্রন্ট ও কংগ্রেস।
হাওড়ার কর্মসূচিতে মন্দিরতলা থেকে চ্যাটার্জি হাট পর্যন্ত হুড খোলা জিপে আসেন বিমান বসু। মিছিলে যোগ দেন এসএফআই-এর সদস্যরাও।
আরও পড়ুন:স্মরণ কমিটিতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নেতাজি নিয়ে মোদীকে তোপ অধীরের
আরও পড়ুন: চাকরি না পেয়ে হোম ডেলিভারি শিক্ষিত ছেলের, অবসাদে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি?