Sankrail

করোনা বিধিকে বুড়ো আঙুল, সাঁকরাইলে খোলা শিক্ষা প্রতিষ্ঠান

শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। নেই ছাত্রছাত্রীদের মুখে মাস্ক। অথচ এই পরিস্থিতে এক বেঞ্চে ঠাসাঠাসি করে বসেই চলছিল ক্লাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৫:৫৯
Share:

ক্যামেরার সামনে মুখ ঢেকে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা আবহের মধ্যেই রমরমিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। এ ঘটনা সাঁকরাইল ধুলাগড়ের নিউ রোড এলাকায়। সেখানে ই কিউব কেরিয়ার ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানে মাসখানেক ধরে রোজ চলছিল ক্লাস। মঙ্গলবার সংবাদমাধ্যম ঘটনাস্থলে পা রাখতেই তড়িঘড়ি প্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। নেই ছাত্রছাত্রীদের মুখে মাস্ক। অথচ এই পরিস্থিতে এক বেঞ্চে ঠাসাঠাসি করে বসেই চলছে ক্লাস। এ দিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের এমন ছবিই উঠে এসেছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। অতিমারির সময়ে সরকারি নিয়মের তোয়াক্কা না করে কী ভাবে চলছিল ক্লাস? এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। বরং সংবাদমাধ্যম সেখানে ঢুকতেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শিক্ষা প্রতিষ্ঠানটি। তড়িঘড়ি ক্লাস রুম থেকে পড়ুয়াদের বের করে হস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের ক্যামেরার সামনে মুখ খুলতেও বারণ করা হয়। এমনকি বাধা দেওয়া হয় ছবি তুলতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। ওই প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানটির কর্ণধার-সহ ৫ জনকে অতিমারি প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার-সহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

সংস্থাটির বক্তব্য, ছাত্রছাত্রীদের অভিভাবকদের অনুমতি নিয়েই ক্লাস চালানো হচ্ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি নির্দেশিকা না মেনে এই সময়ে এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানো যেতে পারে না। ধুলাগড় পঞ্চায়েত প্রধান তাহেরা লস্কর জানিয়েছেন, তাঁর এলাকার মধ্যেই এ ভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান এত দিন খোলা ছিল তা তিনি জানতেন না। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নবান্নে ‘সমঝোতা’ বৈঠকের আগেই বিমল বিরোধী স্লোগান তুলে পাহাড়ে শক্তিপ্রদর্শন বিনয়পন্থীদের

আরও পড়ুন: শুভেন্দু কী করবেন, ‘অধিকার’ দেখাবেন মেজ অধিকারী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement