TMC

সমন্বয় নিয়ে তৃণমূলে জল্পনা

ঘোষিত কর্মসূচি বাতিল হলেও পরে হবে কিনা, তা নিয়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

Advertisement

গৌতম বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৫:০৪
Share:

প্রতীকী ছবি।

হুগলিতে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা বৃহস্পতিবার আচমকা স্থগিত হয়ে গিয়েছে। বাতিল হয়ে গিয়েছে আগা্মী ৮ নভেম্বর সিঙ্গুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সভা-সহ অন্য ঘোষিত কিছু কর্মসূচিও। এর পিছনে রাজ্য নেতৃত্বের সঙ্গে দলের জেলা নেতৃত্বের সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে করছেন হুগলি তৃণমূলের কেউ কেউ।

Advertisement

তবে, ঠিক কী কারণে এমন হল তা নিয়ে মুখ খুলতে চাইছেন না দলের জেলা নেতৃত্বের কেউ। শ্রীরামপুরের সাংসদ তথা জেলায় দলের কোর কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই বৃহস্পতিবার চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে জেলা কমিটি ছাড়াও ব্লক ও টাউন মিলিয়ে দলের মোট ৩১টি কমিটি ঘোষণা করার কথা ছিল। তা শুরু করেও একটি ফোন আসায় ঘোষণা বন্ধ করেন দেন কল্যাণ।

এ নিয়ে শুক্রবারও তিনি কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, ‘‘আমি দলের একনিষ্ঠ শৃঙ্খলাপরায়ণ কর্মী। দলের সঙ্গে কথা চলছে। সাংবাদিকদের কাছে কোনও কথা বলব না।’’ কল্যাণ কিছু না বললেও দলের একটি সূত্রের দাবি, স্বচ্ছ ভাবমূর্তি নয়, এমন কিছু স্থানীয় নেতাকে দলের বিধায়কদের একাংশ এবং কিছু প্রভাবশালী নেতা ব্লক ও টাউন কমিটিতে ঢোকানোর জন্য চাপ সৃষ্টি করছিলেন। সেই দাবি পূরণ না-হওয়ায় জলঘোলা হওয়ার আশঙ্কায় ছিলেন জেলা নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের কাছে সেই খবর পরে পৌঁছয়। তার জেরেই ঘোষণা স্থগিত রাখার নির্দেশ আসে। তবে উদ্ভুত পরিস্থিতির সুষ্ঠু সমাধান চাইছেন রাজ্য নেতৃত্ব। সে ক্ষেত্রে নতুন করে কমিটিতে কিছু যোগ-বিয়োগ হতে পারে। ঘোষিত কর্মসূচি বাতিল হলেও পরে হবে কিনা, তা নিয়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। দলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘উৎসবের মরসুমে সিঙ্গুর-সহ আপাতত সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement