ট্রাক-অটো সংঘর্ষ, মৃত্যু তিনজনের

মৃতদের নাম রণজিৎ মালিক (১২), নাগমা বিবি (২০) এবং বিকাশ রাউত (৪২)। নাগমার বাড়ি তারকেশ্বরের বালিগোড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৪
Share:

প্রতীকী চিত্র।

বালিবোঝাই ট্রাকের সঙ্গে মোটরবাইক এবং অটোর মুখোমুখি ধাক্কায় এক বালক, এক যুবতী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। যুবতীর স্বামী, শিশুকন্যা এবং অটোচালক জখম হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিপালের নন্দকুঠিতে তারকেশ্বর-বৈদ্যবাটী রোডে।

Advertisement

মৃতদের নাম রণজিৎ মালিক (১২), নাগমা বিবি (২০) এবং বিকাশ রাউত (৪২)। নাগমার বাড়ি তারকেশ্বরের বালিগোড়িতে। হরিপালের একটি স্কুলের বাংলার শিক্ষক বিকাশবাবু তারকেশ্বরের রামনগরের বাসিন্দা ছিলেন। রণজিৎ থাকত বাহিরখণ্ডে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নাগমা বিবি রিজার্ভ করা একটি অটোতে চেপে স্বামী মনিরুল ইসলাম ও বছর দু’য়েকের মেয়ে সুরাইয়া খাতুনের সঙ্গে বাহিরখণ্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় বাইকে চেপে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন বিকাশবাবু। তাঁর বাইকটি ওই অটোর সামনে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সময়েই উল্টোদিক দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে বিকাশবাবুর বাইকে এবং তার পরে অটোটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। বিকাশবাবু এবং অটোর আরোহীরা লুটিয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আঘাত বেশি থাকায় অটোচালক সুশান্ত ধাড়া-সহ জখম তিন জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা (গ্রামীণ) পুলিশের ডিএসপি (সদর) অরিন্দম দাস ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement