নিজস্ব চিত্র।
পরিকাঠামোগত ত্রুটির জন্য সোমবার রাত থেকে বলাগড়ের জিরাটে একটি নার্সিংহোম বন্ধ করে দিল জেলা স্বাস্থ্য দফতর। জেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে জিরাটের আহমেদনগরে আস্থা নামে ওই নার্সিংহোমটি ১৫-২০ বছর ধরে চলছে। ওই দিন রাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বলাগড় স্বাস্থ্যকেন্দ্রের সুপারের নেতৃত্বে এক প্রতিনিধিদল সেখানে হঠাৎ হানা দেয়। অপারেশন থিয়েটারে পরিকাঠামোগত ত্রুটি, নিজস্ব চিকিৎসক, জল ও অগ্নিনির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় প্রতিনিধি দল নার্সিংহোম কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধের নির্দেশ দেয়। চিকিৎসার জন্য পাঁচ রোগী এখনে ভর্তি ছিলেন। তাঁদের স্থানীয় বলাগড় ব্লক হাসপাতালে স্থানান্তরিত করে নার্সিংহোম বন্ধ করে দেয় দলটি। তবে এত বছর নার্সিংহোম চলল কী করে? নার্সিংহোম করার অনুমতি কেল কী করে? তার সদুত্তর মেলেনি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চট্ট্যোপাধ্যায় বলেন, ‘‘সুচিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা এই নার্সিংহোমে না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়।’’ নার্সিংহোমের কর্ণধার রাধেশ্যাম মণ্ডল এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।