খেলায় যোগে গাছ উপহার

গত তিন মাস ধরে করাতবেড়িয়া বীণাপানি সঙ্ঘের উদ্যোগে চলছিল ফুটবল লিগ। রবিবার ছিল তার ফাইনাল। প্রতিযোগিতায় উলুবেড়িয়া মহকুমার  ১৬ টি দল যোগ দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০০:৩২
Share:

উপহার: দেওয়া হচ্ছে গাছের চারা। নিজস্ব চিত্র

খেলা শুরুর আগে মাঠের চারপাশে গাছের চারা লাগালেন ফুটবলাররা। আর খেলে শেষে দু’ দলের সকলের হাতে তুলে দেওয়া হল মেহগনি গাছের চারা। রবিবার এমন ঘটনারই সাক্ষী রইল উলুবেড়িয়া।

Advertisement

গত তিন মাস ধরে করাতবেড়িয়া বীণাপানি সঙ্ঘের উদ্যোগে চলছিল ফুটবল লিগ। রবিবার ছিল তার ফাইনাল। প্রতিযোগিতায় উলুবেড়িয়া মহকুমার ১৬ টি দল যোগ দিয়েছিল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-২ ব্লকের বিডিও নিশীথকুমার মাহাতো ও স্থানীয় শিক্ষক স্বপন কুমার চেটেল।

এ দিনের খেলায় গোয়ালবাড়িয়া জনপ্রিয় সঙ্ঘকে হারিয়ে বিজয়ী হয় বিবেকানন্দ স্টাডি সার্কেল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিবেকানন্দ স্টাডি সার্কেলের শুভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement