চাকরির নামে প্রতারণা, ধৃত প্রাক্তন প্রধান

প্রতারণার অভিযোগে সিপিএমের এক প্রাক্তন মহিলা প্রধানকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাগনান থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অনিতা সাঁতরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগনান শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০১:০০
Share:

প্রতারণার অভিযোগে সিপিএমের এক প্রাক্তন মহিলা প্রধানকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাগনান থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অনিতা সাঁতরা। তিনি হাওড়ার বাগনান ১ নম্বর ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। ২০০৩ সাল থেকে ২০০৮ পর্যন্ত বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তিনি এলাকার অনেক লোকের কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। কিন্তু বছরের পর বছর কাটতে চললেও তিনি কাউকে চাকরি দিতে পারেননি। ফলে যাঁরা টাকা দিয়েছিলেন তাঁরা বহুবার টাকা ফেরত চাইলেও তিনি নানা অছিলায় এড়িয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। যদিও অনিতাদেবী এ দিন দাবি করেন, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তিনি চাকরি দেওয়ার নাম করে কারও কাছ থেকে টাকা নেননি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্থানীয় তুলি ধাড়া নামে এক মহিলা অনিতাদেবীর কাছে টাকা ফেরত চান। তুলি দেবীর দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাঁধুনির পদে চাকরি দেওয়ার জন্য ২০০৬ নাগাদ অনিতা দেবীকে কয়েক দফায় তিনি প্রায় ২ লক্ষ ২৬ হাজার টাকা দেন। এমনকী গহনা বিক্রি করেও টাকা দিয়েছিলেন। কিন্তু অনিতা দেবী চাকরি দিতে পারেননি। টাকাও ফেরত দিচ্ছেন না বলে তাঁর অভিযোগ। এদিন সকালে টাকা চাওয়া নিয়ে অনিতাদেবীর সঙ্গে তাঁর বচসা বাধে। চিৎকার-চেঁচামেচি শুনে জড়ো হন লোকজন। তাঁদেরও অনেকের অভিযোগ, বিভিন্ন সময় তাঁদের কাছ থেকেও অনিতা দেবী চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। সকলে মিলে ঘিরে ধরেন তাঁকে। শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ অনিতা দেবীকে মারধরও করা হয়। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনিতা দেবীকে উদ্ধার করেন। এদিন সন্ধ্যায় অনিতা দেবীর বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement