Coronavirus

বিক্ষোভে মদের দোকান বন্ধ

দোকানটির মালিক গণেশ মান বলেন, ‘‘সরকারি নির্দেশিকা অনুযায়ী আমি দোকান খুলেছিলাম। কে কোথা থেকে মদ কিনতে আসছেন তা আমার জানার কথা নয়। প্রশাসন আবার দোকান খুলতে বললে খুলব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চণ্ডীতল‌া শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৪:১৪
Share:

বিক্ষোভকারীদের সঙ্গে কথা পুলিশ ও আবগারি দফতরের। ছবি: দীপঙ্কর দে

এলাকায় মদের দোকান খুলেছে। রোজই ভিড় হচ্ছে। বাইরে থেকেও ক্রেতারা আসছেন। তাতে করোনা সংক্রমণের আশঙ্কায় এলাকাবাসীর বিক্ষোভে বৃহস্পতিবার চণ্ডীতলার গঙ্গাধরপুর বাজারের ওই মদের দোকান বন্ধ করে দিল প্রশাসন।

Advertisement

এ দিন বেলা ১২টা নাগাদ দোকানটি খুলতেই কয়েকশো গ্রামবাসী বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, শ্রীরামপুর, রিষড়া-সহ হুগলির বিভিন্ন কন্টেনমেন্ট জ়োনের লোকজন ওই দোকান থেকে মদ কিনতে আসছেন। ‘রেড জ়োন’ হাওড়ার বালি, সালকিয়া থেকেও ক্রেতারা আসছেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও আবগারি দফতরের কর্তারা ঘটনাস্থলে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁরা কথা বলেন। তারপরেই দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

দোকানটির মালিক গণেশ মান বলেন, ‘‘সরকারি নির্দেশিকা অনুযায়ী আমি দোকান খুলেছিলাম। কে কোথা থেকে মদ কিনতে আসছেন তা আমার জানার কথা নয়। প্রশাসন আবার দোকান খুলতে বললে খুলব।’’ জেলা (গ্রামীণ) পুলিশের এক কর্তা বলেন, ‘‘এই সময় কোনও ঝুঁকি নেওয়া যাবে না। সাধারণ মানুষ আপত্তি করেছেন। তাই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, ওই এলাকায় এখনও সংক্রমণের ঘটনা ঘটেনি। কিন্তু কন্টেনমেন্ট বা রেড জ়োনের লোকেরা এলেই করোনা সংক্রমণের আশঙ্কা থাকছে। বিক্ষোভকারীদের মধ্যে হিমাদ্রি আদক নামে এক শিক্ষকও ছিলেন। তিনি বলেন, ‘‘আমরা আতঙ্কে রয়েছি। এই রোগ কী ভাবে ছড়ায়, সকলেই জানি। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement