Coronavirus

রেশন ডিলার আক্রান্ত, অভিযুক্ত তৃণমূল নেতা

সংশ্লিষ্ট ডিলার বছর ছেষট্টির জগন্নাথ কোলে বুধবার থেকে ডিলারশিপ থেকে দিন কয়েক ছুটি চেয়েছেন। বৃহস্পতিবার তাঁর অধীনে থাকা উপভোক্তাদের অন্য একটি রেশন দোকানে যুক্ত করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৪:০৮
Share:

প্রতীকী ছবি।

উপভোক্তাদের ভুল বুঝিয়ে রেশন দোকানে হামলা করানোর অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যায় গোঘাট-২ ব্লকের কুমারগঞ্জের এই ঘটনায় সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা দলের ব্লক সভাপতি সাহাবুদ্দিন খানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ব্লকের রেশন ডিলার সংগঠন। সাহাবুদ্দিনের অবশ্য দাবি, “মাল কম দেওয়াতেই উপভোক্তারা প্রতিবাদ করেছেন।”

Advertisement

সংশ্লিষ্ট ডিলার বছর ছেষট্টির জগন্নাথ কোলে বুধবার থেকে ডিলারশিপ থেকে দিন কয়েক ছুটি চেয়েছেন। বৃহস্পতিবার তাঁর অধীনে থাকা উপভোক্তাদের অন্য একটি রেশন দোকানে যুক্ত করা হয়েছে। জগন্নাথবাবুর অভিযোগ, ‘‘উপভোক্তারা যথাযথ ওজন দেখে মাল নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তাঁদের আটকে খাদ্য কর্মাধ্যক্ষ দাবি করেন, সকলে জিনিস কম পেয়েছেন। এরপরই হামলা চালান উপভোক্তারা।’’ তাঁর সংযোজন, "এই অশান্তি মানতে পারছি না। তাই কাজ থেকে সাময়িক ছুটি চেয়েছি।’’

গোঘাট-২ ব্লক রেশন ডিলার সংগঠনের সম্পাদক মহম্মদ সফিরুজ্জামান বলেন, “খাদ্য কর্মাধ্যক্ষ খাদ্য দফতরে অভিযোগ করতে পারতেন। তা না করে মানুষকে খেপাচ্ছেন। পুরো ঘটনাটির তদন্ত দাবি করে খাদ্য দফতরে লিখিতভাবে জানানো হয়েছে।”

Advertisement

অভিযুক্ত খাদ্য কর্মাধ্যক্ষ সাহাবুদ্দিন খানের দাবি, “সারা বছর ধরেই কম জিনিস দেন ওই ডিলার। তাঁর বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগও ছিল। বিষয়টা খাদ্য দফতরেও জানিয়েছি।’’

বিষয়টি নিয়ে জেলা খাদ্য নিয়ামক অসীমকুমার নন্দী বলেন, “ঘটনাটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে ওজন করার পর আমাদের সঙ্গে সঙ্গে জানালে তৎক্ষনাৎ অন্য কোনও যন্ত্রে যাচাই করা সম্ভব ছিল। আপাতত ওই রেশন ডিলার ছুটি নিয়েছেন। সেখানের উপভোক্তাদের পাশের রেশন ডিলারের সঙ্গে যুক্ত করা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement