Uluberia Hospital

বেতনের দাবি, বিক্ষোভ হাসপাতালে

বৃহস্পতিবার সকাল থেকে সুপার সুদীপ রঞ্জন কাঁড়ারের অফিসের সামনে প্রায় ৮০ জন কর্মচারী বিক্ষোভে বসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪১
Share:

—ফাইল চিত্র

ইএসআই, প্রভিডেন্ট ফান্ড ও বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল থেকে সুপার সুদীপ রঞ্জন কাঁড়ারের অফিসের সামনে প্রায় ৮০ জন কর্মচারী বিক্ষোভে বসেন। সাড়ে দশটা নাগাদ তাঁর অফিসের মধ্যে ঢুকে বিক্ষোভ দেখানো হয়। বিকেল পর্যন্ত চলে বিক্ষোভ। সুপার এক সপ্তাহ সময় চাওয়ার পর বিক্ষোভ ওঠে।

Advertisement

কর্মচারীদের অভিযোগ, প্রায় এক মাসের বেশি সময় তাঁরা বেতন পায়নি। ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও মেলে না। শুভজিৎ দাস নামে এক কর্মী বলেন, ‘‘হাসপাতালের বিভিন্ন কাজ করতে হয়। সেই কাজের টাকাও মেলে না। এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’’

এ দিন এই বিক্ষোভের জেরে হাসপাতালের কাজও ব্যাহত হয়। হাসপাতালের আউটডোরে রোগীর লাইন ছিল দীর্ঘ। রোগীর পরিজনদের অভিযোগ, ‘‘কর্মচারীরা বিক্ষোভ দেখানোয় সব কাজ চিকিৎসককেই করতে হচ্ছিল। ফলে দেরি হচ্ছিল।’’ হাসপাতালের সুপার অবশ্য পরিষেবা ব্যাহত মানতে নারাজ। তিনি বলেন, ‘‘এই বিক্ষোভের জেরে হাসপাতাসলের কাজে কোনও প্রভাব পড়েনি।’’ তিনি আরও বলেন, ‘‘যে ঠিকাদার সংস্থা ওই কর্মীদের বেতন দেয়, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ করা হলেই এই বেতন সংক্রান্ত সমস্যা মিটে যাবে। এখন ওই ঠিকাদার নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement