গাড়ি রাখা নিয়ে গোলমালের জেরে পিসতুতো দাদাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেল ঘটনাটি ঘটে জাঙ্গিপাড়ার সিংটি এলাকায়। এর পরেই উত্তেজিত জনতা ওই যুবক এবং তাঁদের দুই আত্মীয়ের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দমকল আসে। নিহতের নাম বুলু প্রামাণিক (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলুর মামা-মামিমা এবং তাঁদের তিন ছেলে প্রসেনজিৎ ধাড়ার বাড়ির পাশেই থাকেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ রয়েছে। সম্প্রতি বুলুর মামাতো ভাই প্রসেনজিৎ একটি গাড়ি কেনেন। সেই গাড়ি রাখছিলেন বুলুদের ঘরের সামনে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। রবিবার বিকেলেও বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগ, ঝগড়ার মাঝে হঠাৎ বুলুকে চ্যালাকাঠ দিয়ে মারধর করেন প্রসেনজিৎ। আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বুলুর। এ দিকে, ওই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে প্রসেনজিৎ এবং তাঁদের দুই আত্মীয়ের বাড়ির উপর। পরিস্থিতি আঁচ করে বাড়ির লোকজন অবশ্য সরে পড়েন। জনতা ওই তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাতে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাত পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি।