টুকরো খবর

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন ‘শিক্ষক দিবস’ পালন হচ্ছে, তখন পাঁচলার একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধে পড়ানোয় উদাসীনতা এবং দিনভর গল্প-আড্ডায় মেতে থাকার অভিযোগ তুলে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫১
Share:

শিক্ষকদের গল্প-আড্ডায় পাঠে বিঘ্ন, অভিযোগে স্কুলে বিক্ষোভ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • পাঁচলা

তালা ঝোলানো হয়েছে টিচার্স রুমে। বাইরে পোস্টার।—নিজস্ব চিত্র।

Advertisement

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন ‘শিক্ষক দিবস’ পালন হচ্ছে, তখন পাঁচলার একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধে পড়ানোয় উদাসীনতা এবং দিনভর গল্প-আড্ডায় মেতে থাকার অভিযোগ তুলে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। আজিম মোয়াজ্জেম হাইস্কুল নামে ওই স্কুলেও ‘শিক্ষক দিবস’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিক্ষোভের জেরে তা ভেস্তে যায়। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। গোলমালের আশঙ্কায় পুলিশ আসে। শেষমেশ জেলা স্কুল পরিদর্শকের হস্তক্ষেপে বিক্ষোভ থামে। স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ৩৫০০। শিক্ষক-শিক্ষিকা ৩৭ জন। তাঁদের পড়ানোয় উদাসীনতা বা গল্পে মেতে থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক রুহুল আমিন। তাঁর দাবি, “অভিভাবকদের অভিযোগ ঠিক নয়। আসলে পড়ুয়া অনুপাতে শিক্ষক কম থাকার জন্য স্কুলে সব ক্লাস ঠিকমতো নেওয়া যায় না। সব পড়ুয়াকে সামাল দেওয়ার জন্য অন্তত আরও ২২ জন শিক্ষক দরকার। সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” জেলা স্কুল পরিদর্শক তাপস বিশ্বাস বলেন, “আগামী মঙ্গলবার আমি ওই স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখতে যাব। সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলব। আশা করছি, সমস্যা মিটে যাবে।”

মোটরবাইক চুরি বাড়ছে আরামবাগে, নাকাল পুলিশ

রাতে তো বটেই, দিনে-দুপুরেও মোটরবাইক চুরি হচ্ছে আরামবাগ মহকুমা জুড়ে। বাজার, অলি-গলি, ব্যাঙ্ক চত্বর, এমনকী প্রাচীরঘেরা হাসপাতাল চত্বর এবং ব্লক অফিস চত্বর থেকেও উধাও হচ্ছে বাইক। এ সমস্যা কয়েক বছর ধরেই চলছে। মাঝেমধ্যেই তা বাড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন দিশাহারা। কয়েকটি ক্ষেত্রে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া বাইক। কিন্তু চুরি পুরোপুরি রোখা যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যাতেও প্রাচীরঘেরা আরামবাগ ব্লক অফিস চত্বর থেকে চুরি হয়ে গেল ব্লক শিল্প উন্নয়ন আধিকারিক প্রভাতকুমার ঘোষের বাইক। প্রভাতবাবু এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এসডিপিও (আরামবাগ) শিবপ্রসাদ পাত্র জানিয়েছেন, খানাকুল, আরামবাগ-সহ মহকুমার কয়েকটি জায়গা থেকে বাইক চুরি চক্র ধরার পরেও নতুন কোনও চক্র ওই কাজ করছে কিনা, সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

বাগনানে মিলল প্রাচীন মুদ্রা

নির্মাণ কাজে মাটি খোঁড়ার সময় উদ্ধার হল প্রাচীন মুদ্রা। শুক্রবার দুপুরে বাগনানের নিউ ডেভেলপমেন্ট ব্লকে মাটি খোঁড়ার সময় ১৪টি প্রাচীন মুদ্রা পাওয়া যায়। সেগুলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম লেখা রয়েছে। মুদ্রাগুলির এক পিঠে রাম-সীতা ও হনুমানের ছবি ও অন্য পিঠে ‘ইউ কে ওয়ান আনা ১৮১৮’ খোদাই করা রয়েছে। সইদুল মোল্লা নামে এক ব্যক্তি মুদ্রাগুলি পেয়ে সেগুলি বাগনান-১ এর বিডিওর কাছে জমা দেন। বিডিও মুদ্রাগুলি পুলিশের হাতে তুলে দিয়েছেন। বিডিও ইন্দ্রনী ভট্টাচার্য জানান, মুদ্রাগুলি ইংরেজ আমলের বলে মনে হচ্ছে। পরীক্ষার জন্য সেগুলি প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত

বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রসূতির। শুক্রবার সকালে আরামবাগের রামনগর এলাকার ঘটনা। মৃতের নাম শ্যামলী বাগ (৩৬)। পুলিশ জানায়, শৌচাগারে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে কোনওভাবে স্পর্শে মৃত্যু হয় ওই মহিলার। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়।

শিক্ষক দিবসে ছাত্রীদের ফুটবল। শ্যামপুরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement