টুকরো খবর

এক পক্ষ হাঁস-মুরগি হাতিয়েই সন্তুষ্ট থাকতে চেয়েছিল। কিন্তু অন্য পক্ষ চেয়েছিল বড় দাঁও মারতে। ছোট জিনিসে হাত গন্ধ করতে তারা নারাজ। আর তা নিয়েই বচসা থেকে হাতাহাতি। বুধবার রাতে চার জনের তুমুল শোরগোলে ঘুম ভেঙে যায় গোঘাটের বদনগঞ্জের দুুয়ারিপাড়ার।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৫
Share:

কী হাতানো হবে, রাতে চার চোরের মারামারি
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

Advertisement

এক পক্ষ হাঁস-মুরগি হাতিয়েই সন্তুষ্ট থাকতে চেয়েছিল। কিন্তু অন্য পক্ষ চেয়েছিল বড় দাঁও মারতে। ছোট জিনিসে হাত গন্ধ করতে তারা নারাজ। আর তা নিয়েই বচসা থেকে হাতাহাতি। বুধবার রাতে চার জনের তুমুল শোরগোলে ঘুম ভেঙে যায় গোঘাটের বদনগঞ্জের দুুয়ারিপাড়ার। বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। জানতে পারেন, আগন্তুকদের আগমনের হেতু চুরি। কিন্তু লক্ষ্য নির্দিষ্ট না হওয়ায় বচসা। ঐক্যে ভাঙন। এই সুযোগ গ্রামবাসীরাই বা ছাড়েন কী করে! শুরু হয় মারধর। আসে পুলিশ। এক ফাঁকে দু’জন পালায়। চুরির চেষ্টা এবং হাতাহাতিতে জড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় বাকি দু’জনকে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা কবুল করেছে, ভাল কিছুর সুলুক-সন্ধান না পাওয়ায় তারা মেজাজ হারিয়ে ফেলেছিল। ধৃতদের নাম পিরু মল্লিক ওরফে জম্বু এবং মহম্মদ আলি গায়েন ওরফে কাল্টু। দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার নিশ্চিন্তপুরে। ধৃতদের বৃহস্পতিবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক দু’জনকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিশ্চিন্তপুরের একেবারেই গায়েই বদনগঞ্জের দুয়ারিপাড়া। গ্রামবাসীদের বেশির ভাগই দিনমজুর। রাত ৯টাা বাজলেই গ্রামবাসীরা যে যাঁর ঘরে ঢুকে পড়েন। বুধবার রাত ১২টা নাগাদ গ্রামবাসীরা তখন গভীর ঘুমে। আর তখনই গ্রামের রাস্তায় শুরু হয়ে যায় শোরগোল। জাকির খান নামে এক গ্রামবাসীই প্রথমে ঘর ছেড়ে বেরিয়ে দুষ্কৃতীদের গোলমাল শুনে চিত্‌কার করেন। এ জন্য দুষ্কৃতীরা তাঁকেও দু’চার ঘা দেয়। এর পরেই বেশ কিছু গ্রামবাসী বেরিয়ে পড়েন। আপাতত দু’জন শ্রীঘরে। তাদের বাকি দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

গায়ে জল দেওয়া নিয়ে ছাত্র-সংঘর্ষ ডোমজুড়ে
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়

গায়ে জল দেওয়াকে কেন্দ্র করে দু’দল ছাত্রের সংঘর্ষে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়ায় ডোমজুড়ের মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে। আহত হয় কয়েক জন। স্কুলে পুলিশ যায়। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণির এক ছাত্র খেলাচ্ছলে কলা বিভাগের এক ছাত্রের গায়ে জল ছিটিয়ে দেয়। সেই জল আরও কয়েক জনের গায়ে লাগে। দু’পক্ষের মধ্যে বচসা হয়। শিক্ষকদের হস্তক্ষেপে সে দিনের মতো সমস্যা মিটে গেলেও এ দিন ফের গোলমাল বাধে। ফের দুই বিভাগের ছাত্রদের মারামারি বাধে। এ বারও শিক্ষকেরাই গোলমাল মেটান। পরে পুলিশ যায়। তবে, থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রধান শিক্ষক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্রদের মধ্যে ওই গোলমাল বড় আকার নিতে পারত। শিক্ষকেরা দ্রুত পৌঁছে তা নিয়ন্ত্রণ করেন। দু’পক্ষকেই সতর্ক করা হয়েছে।”

কামারপুকুর কলেজের এজিএস গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

দিন দশেক আগে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত গোঘাটের কামাপুকুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের (জিএস) উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছিল সহ-সম্পাদক (এজিএস), ওই সংগঠনেরই ছাত্রনেতা লাল চক্রবর্তী ও তাঁর সঙ্গী হাসান চৌধুরীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে লালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং ওই ছাত্র সংগঠনের একটি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই লালের সঙ্গে সাধারণ সম্পাদক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। তারই জেরে গত ২৬ অগস্ট লাল হাসানকে সঙ্গে নিয়ে কলেজে ঢোকেন এবং তরোয়াল নিয়ে সুপ্রিয়র উপরে হামলা চালান বলে অভিযোগ। হামলায় আঙুলে গুরুতর চোট পান সুপ্রিয়। তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

আগ্নেয়াস্ত্র-সহ ৩ দুষ্কৃতী গ্রেফতার শ্রীরামপুরে

আগ্নেয়াস্ত্র এবং জাল টাকা সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে পিয়ারাপুরের কাছে দিল্লি রোডের ধার থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম বিশ্বজিত্‌ দাস ওরফে ছোটকা, সুজিত দাস এবং শুভজিত্‌ মণ্ডল ওরফে টাবলু। প্রত্যেকেরই বয়স কুড়ির কোঠায়। বিশ্বজিত্‌ এবং সুজিতের বাড়ি রিষড়ার হরিসভা এলাকায়। শুভজিত্‌ উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার সূর্য সেন কলোনির বাসিন্দা।

উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র। ছবি: প্রকাশ পাল।

তদন্তকারী অফিসারদের দাবি, ধৃতদের কাছ থেকে চারটি দেশি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, সেভেন এমএম পিস্তলের একটি ম্যাগাজিন (৫টি গুলিভর্তি) একটি বড় ভোজালি এবং পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। ধৃতেরা হাইওয়ের উপর ট্রাক থেকে ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয়েছিল। তাদের সঙ্গে আরও তিন জ‌ন ছিল। তারা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গত ২৮ জুন রিষড়ার একটি ভেড়িতে রতন বর্মন নামে এক যুবক খুন হন। ওই ঘটনায় সুজিতের খোঁজ চলছিল। এ দিন সাংবাদিক সম্মেলন করে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) জয়িতা বসু জানান, ধৃতেরা আগেও দিল্লি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুষ্কর্ম করেছে। ওদের সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিষড়ায় খুনের মামলায় সুজিতকেও সংযুক্ত করা হবে।

ফুটবলে জয়ী গোঘাট হাইস্কুল

এলাকার স্কুলগুলিকে নিয়ে কামারপুকুর যুবক সঙ্ঘের ৩৮ তম নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল গোঘাট হাইস্কুল। বৃহস্পতিবার ওই ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে গোঘাট হাইস্কুল ২-১ গোলে হারিয়ে দেয় আনুড় হাইস্কুলকে। চ্যাম্পিয়ন দলের পক্ষ গোল দু’টি করেন সনাতন সরেন এবং জয়ন্ত সাঁতরা। আনুড় হাইস্কুলের পক্ষে একমাত্র গোলটি করেন ইন্দ্রজিত্‌ বিশুই। অন্য দিকে, এ দিন আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের ‘বি’ গ্রুপের খেলায় বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘ ৩-০ গোলে হারায় দশঘড়া সিধু-কানহু-তিলকা গাঁওতাকে। দু’টি গোল করেন জয় ক্ষেত্রপাল। একটি বরুণ মালিক। খেলাটি হয় গোঘাটের শ্রীপুর মাঠে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হিঞ্চেখালি এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, মৃত্যুঞ্জয় মণ্ডল, সনত্‌ সর্দার, নিতাই ভুঁইঞা। এরা প্রত্যেকে বাসন্তী থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের ওই এলাকা থেকে ধরে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, গুলি, ৮টি বোমা ও ৮ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু সব্জি-বিক্রেতার

লরির ধাক্কায় মৃত্যু হল এক সব্জি-বিক্রেতার। বুধবার ভোরে আরামবাগের কাবলেতে স্থানীয় তাঁড়ুই-রসুলপুর গ্রামের বাসিন্দা হরিপদ রায় (৫০) নামে ওই সব্জি বিক্রেতাকে একটি লরি ধাক্কা মারে। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতে মারা যান। পুলিশ জানায়, সব্জি নিয়ে তিনি বাড়ি থেকে মায়াপুর হাটে যাচ্ছিলেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়।

নাবালিকাকে ধর্ষণ, ধৃত দুই

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই বালককে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পিয়ারাতলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পনেরো ও দশ বছর বয়েসের দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement