টুকরো খবর

এক বছরের মধ্যে এ নিয়ে দু’বার একই এটিএম মেশিন ভাঙার চেষ্টা করল এক দুষ্কৃতী দল। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ড্রেনেজ ক্যানাল রোডের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমটি ভাঙার চেষ্টা হয়। বছরখানেক আগেও দিনে-দুপুরে ঠিক একই ভাবে সেটি ভাঙার চেষ্টা হয়েছিল। সে বারও ব্যর্থ হয়েছিল দুষ্কৃতী দলটি।

Advertisement
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০১:৪৬
Share:

ফের এটিএম ভাঙার চেষ্টা চ্যাটার্জিহাটে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এক বছরের মধ্যে এ নিয়ে দু’বার একই এটিএম মেশিন ভাঙার চেষ্টা করল এক দুষ্কৃতী দল। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ড্রেনেজ ক্যানাল রোডের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমটি ভাঙার চেষ্টা হয়। বছরখানেক আগেও দিনে-দুপুরে ঠিক একই ভাবে সেটি ভাঙার চেষ্টা হয়েছিল। সে বারও ব্যর্থ হয়েছিল দুষ্কৃতী দলটি। এ দিন ভোরে মুখে কাপড় ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতী ওই এটিএমে আসে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সে সময়ে নিরাপত্তারক্ষী ঘুমিয়ে ছিলেন। তিনি নিরস্ত্রও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিন দুষ্কৃতী একে একে ভিতরে ঢুকে প্রথমেই গলা চেপে ধরে ওই রক্ষীর। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীদের একজন ওই রক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধরে এবং অন্য দু’জন তাঁর হাত-পা বেঁধে ফেলে। এর পরে এটিএম ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। কিন্তু তারা টাকা বার করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে পুলিশ। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও সফল না হওয়ায় পরে তারা পালিয়ে যায়। খবর যায় ব্যাঙ্কে। পদস্থ কর্তারা সমস্ত বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। এ দিনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Advertisement

কেব্‌ল ফেটে জখম পাঁচ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সিইএসসি-র ৩৩ হাজার ভোল্টের অকেজো কেব্‌ল মেরামত করতে গিয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলেন ৫ ঠিকাকর্মী। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে সিইএসসি ও পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৩টে নাগাদ শিবপুরের কাজিপাড়া মোড়ে। সিইএসসি সূত্রে খবর, ওই অকেজো কেব্‌লটির পাশেই ছিল আরও একটি ১১ হাজার ভোল্টের কেব্‌ল। কাজের সময়ে কোনও ভাবে সেটিতে ফুটো হয়ে যায়। তার পরেই বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা ২০-২৫ ফুট পর্যন্ত উঠে যায়। তখন প্রায় ৪৫ জন ঠিকাকর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে সুপারভাইজার ফোরম্যান মুন্না আজাদ, রাজকুমার দাস, নাগেন্দ্র দাস, শালিগ্রাম দাস, মুরারি রাজবংশী অগ্নিদগ্ধ হন। দু’জনকে এম আর বাঙুর এবং ৩ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়েরা জানান, ক’দিন আগে একটি বেসরকারি সংস্থা যখন ফাইবার কেব্‌ল পাতছিল, তখন বটানিক্যাল গার্ডেন থেকে আসা ওই ৩৩ হাজার ভোল্টের কেব্‌লটি ফুটো হয়ে যায়। তা সারাতে গিয়েই এই দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় সিইএসসি ও পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

ফের এটিএমে দুষ্কৃতী হানা হাওড়ায়

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এক বছরের মধ্যে এ নিয়ে দু’বার একই এটিএম মেশিন ভাঙার চেষ্টা করল এক দুষ্কৃতী দল। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ড্রেনেজ ক্যানাল রোডের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমটি ভাঙার চেষ্টা হয়। বছরখানেক আগেও দিনেদুপুরে ঠিক একই ভাবে সেটি ভাঙার চেষ্টা হয়েছিল। সে বারও ব্যর্থ হয় দুষ্কৃতীর দল। অভিযোগ, এ দিন মুখে কাপড় ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতী ওই এটিএমে আসে। পুলিশ জানায়, তখন নিরাপত্তারক্ষী ঘুমিয়ে ছিলেন। তিনি নিরস্ত্রও ছিলেন। তিন দুষ্কৃতী ঢুকে প্রথমেই গলা চেপে ধরে ওই রক্ষীর। এক জন রক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধরে এবং অন্য দু’জন তাঁর হাত-পা বেঁধে ফেলে। এর পরে এটিএম ভাঙার চেষ্টা করে তারা। কিন্তু টাকা বার করতে সক্ষম হয়নি। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও সফল না হওয়ায় পরে তারা পালিয়ে যায়। খবর যায় ব্যাঙ্কে। পদস্থ কর্তারা সমস্ত বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। এ দিনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

নাজেহাল বৃষ্টি। আরামবাগে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement