প্রতিবাদীকে মারধরে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাওড়ার গোলাবাড়ি এলাকার ডবসন রোডে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে মারধরের ঘটনায় মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সিক্কি সিংহ ও হরিরাম সিংহ নামে ওই দু’জন গোলাবাড়ি এলাকারই বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধৃতেরা ওই দিন ইভটিজিং ও মারধরের ঘটনায় যুক্ত ছিল। তাদের এ দিন হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে ডবসন রোডে দুই তরুণীকে উদ্দেশ্য করে এলাকার কয়েকজন যুবক কটূক্তি করে। এর প্রতিবাদে এক তরুণী তাদের একজনকে চড় মারেন বলে অভিযোগ। এর পরেই ওই যুবকেরা দুই তরুণীকে তাড়া করলে তাঁরা একটি মার্কেট কমপ্লেক্সে ঢুকে পড়েন। সেখানে একটি কাপড়ের দোকানের মালিক সোনু জৈন নামে এক যুবক ইভটিজারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইভটিজাররা প্রথমে সোনুকে শাসিয়ে যায়। পরে দলবল নিয়ে এসে তাঁকে এবং তাঁর দোকানের এক কর্মী-সহ এলাকার একটি হোটেল মালিককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। পরের দিন গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন সোনু।
প্রধানের অপসারণ চেয়ে চিঠি পাঁচলায়
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা
দলীয় প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে ঊর্ধ্বতন পাঁচলা পঞ্চায়েত সমিতির দলীয় সভাপতিকে চিঠি দিলেন পাঁচলা পঞ্চায়েতের উপপ্রধান-সহ তৃণমূলের নয় সদস্য। আগামী ২০ অগস্ট ওই পঞ্চায়েতের মেয়াদ এক বছর পূর্ণ হচ্ছে। তার পরেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চান তাঁরা। প্রধান স্বপ্না মণ্ডল অভিযোগ মানেননি। তাঁর দাবি, “আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।” ১৪ সদস্যের ওই পঞ্চায়েতে ১১ জনই তৃণমূলের। দু’জন বিজেপির এবং এক জন সিপিএমের। সম্প্রতি উপপ্রধান মনিরুল মল্লিক-সহ পঞ্চায়েতের নয় তৃণমূল সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি জলিল শেখকে চিঠি দিয়ে প্রধানকে অপসারণের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, ১০০ দিনের কাজ-সহ গ্রামোন্নয়নের নানা কাজে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা না করে প্রধান একতরফা সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। কোনও শংসাপত্র নিতে গেলে গ্রামবাসীদের নানা কাঠখড় পোড়াতে হয়। উপপ্রধান বলেন, “গ্রামবাসীদের স্বার্থের কথা মাথায় রেখে দলীয় নেতৃত্বকে ওই চিঠি দেওয়া ছাড়া উপায় ছিল না।”পঞ্চায়েত সমিতদির সভাপতি জানান, প্রধানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দলে তদন্তের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানকে হেনস্থার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • চন্ডীতলা
গ্রাম পঞ্চায়েতের দফতরে ঢুকে মহিলা প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল দলীয় দুই নেতার বিরুদ্ধে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে চন্ডীতলার ভগবতীপুর পঞ্চায়েতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল পরিচালিত ভগবতীপুর পঞ্চায়েতের মহিলা প্রধান আজমিরা বেগম সোমবার বিকালে কার্যালয় বন্ধের পর বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখা হয় এলাকার তৃণমূল যুব সভাপতি সুকুমার দাস এবং ভগবতীপুর অঞ্চল সভাপতি কাদের মল্লিকের সাথে। দুই নেতার অনুরোধে প্রধান আবার ফিরে যান পঞ্চায়েত কার্যালয়ের দোতলায়। কাজকর্ম নিয়ে তিনজনের মধ্যে আলোচনা চলাকালীন হঠাত্ তর্কবিতর্ক শুরু হয়ে যায়। চিত্কার শুনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ছুটে আসেন। অভিযোগ দুই নেতা প্রধানকে গালিগালাজ করেন এবং হেনস্থা করেন। এরপর সবাই পঞ্চায়েত দফতর থেকে বেরিয়ে যান। সোমবার রাত্রে পঞ্চায়েত প্রধান আজমিরা বেগম চন্ডীতলা থানায় দুই নেতা সুকুমার দাস এবং কাদের মল্লিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন।
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাগনান
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাগনানের বাঙালপুরে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম কার্তিক মালিক (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন কার্তিকবাবু ও তাঁর সহকর্মী হারাধন মণ্ডল দু’জনে একটি বাড়ির চালে টালি কাঠামোর কাজ করছিলেন। সেই সময় বিদ্যুতের তারে হারাধনবাবুর হাত লেগে যায়। তাঁকে ছাড়াতে গিয়ে আহত হন কার্তিকবাবু। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত হারাধনবাবুকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্বাস্থ্য মেলা
তিন দিনের ‘হুগলি জেলা স্বাস্থ্য মেলা’ চালু হল আরামাবাগের জুবিলি পার্ক মাঠে। মঙ্গলবার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মেলায় স্টল হয়েছে ৪৬টি। স্বাস্থ্য বিষয়ক স্টলগুলি থেকে নিখরচায় হিমোগ্লোবিন, ফুসফুস, হাড়-সহ শরীরের নানা পরীক্ষার ব্যবস্থা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রচপাল সিংহ, বেচারাম মান্না, বিধায়ক নির্মল মাজি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক মনমীত নন্দা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক তনিমা মণ্ডল প্রমুখ। ছবি: মোহন দাস।
বিদ্যুতের অপচয়। ভদ্রেশ্বরে।
সামনেই স্বাধীনতা দিবস। তারই প্রস্তুতি। চুঁচুড়ার তাপস ঘোষের তোলা ছবি।