পঞ্চায়েতে বিক্ষোভে গ্রামবাসীরা
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া
পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা সময়মতো দফতরে না আসায় বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বৃহস্পবার ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতে। সকাল থেকে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলে। শেষ প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পঞ্চায়েতটি সিপিএম পরিচালিত। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ কয়েক জন গ্রামবাসী সেখানে গিয়ে দেখেন, তখনও দফতরের তালাই খোলা হয়নি। তা দেখে গ্রামবাসীরা চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে তৃণমূলের লোকও জড়ো হন। শুরু হয় বিক্ষোভ। পরে পঞ্চায়েতের লোকজন এলে বিক্ষোভকারীরা তাঁদের ঢুকতে বাধা দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের হস্তক্ষেপে পঞ্চায়েতের লোকজন দফতরে ঢোকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েতের অনেক কর্মীর এবং প্রধান-সহ অনেক জনপ্রতিনিধি সময়ে দফতরে আসেন না। পরিষেবা নিয়ে নানা অভিযোগ তোলেন তাঁরা। পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, “পঞ্চায়েতের লোক কাজ না করায় মানুষ বঞ্চিত হচ্ছে। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বিডিও-কে সব জানিয়েছি।” প্রধান আনোয়ার কবির কিছু বলতে চাননি।
হুগলি পুলিশ রাজ্যের সেরা
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
রাজ্যের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সেরা হল হুগলি জেলা পুলিশ। সম্প্রতি রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলাকে সেরা হিসেবে ঘোষণা করেন। জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরীকে কলকাতায় এক অনুষ্ঠানে স্মারক উপহার দেওয়া হয়। এ ছাড়াও জেলার দুই পুলিশ কর্মী এবং দু’জন সিভিক ভলান্টিয়ারকে ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয়। বিশেষ সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন জেলার চার জন সাধারণ নাগরিক। ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছেন একজন আইসি এবং কনস্টেবলও।