BJP

বিজেপি নেতার ক্ষমাপ্রার্থনা

দুই নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা স্পষ্ট নয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৬:৩৪
Share:

—ফাইল চিত্র।

দুই দলীয় নেতার ‘ফেসবুক-পোস্ট’ ঘিরে অস্বস্তিতে পড়েছিলেন গ্রামীণ হাওড়ার বিজেপি নেতৃত্ব। দু’জনের দুই ‘পোস্ট’-এ গোষ্ঠীদ্বন্দ্বের কথাও প্রকাশ্যে চলে এসেছিল। তাঁদের মধ্যে দলের জেলা কমিটির সহ-সভাপতি রমেশ সাধুখাঁ শুক্রবার ফেসবুকেই ক্ষমা চেয়েছেন। আর এক নেতা, দলের জেলা (গ্রামীণ) কমিটির সাধারণ সম্পাদক সুরজিৎ মণ্ডল অবশ্য এ জাতীয় কোনও ‘পোস্ট’ করেননি।

Advertisement

দুই নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা স্পষ্ট নয়।

বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল দেওধরের নেতৃত্বে বুধবার থেকে তিন দিনের বিশেষ সাংগঠনিক সভা চলছিল উলুবেড়িয়ার একটি রিসর্টে। বৃহস্পতিবার সেখানে উপস্থিত ছিলেন রমেশ এবং সুরজিৎ। শুক্রবার সভা শেষে দুই নেতার ওই পোস্ট নিয়ে দেওধরকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘যাঁরা দলে থেকে দলের বদনাম করছেন, তাঁরা তৃণমূলের লোক। তাঁদের চিহ্নিত করা হচ্ছে।’’

Advertisement

নতুন ‘পোস্ট’-এ রমেশ জানিয়েছেন, গত ১৩ নভেম্বর তাঁর একটি অনিচ্ছাকৃত পোস্টে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, তা হলে তিনি বিশেষ ভাবে ক্ষমাপ্রার্থী। এ নিয়ে রমেশ কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

বুধবার সুরজিতের ‘পোস্ট’টি ছিল— ‘পদের অপব্যবহার করছেন, এই দলটার নাম কিন্তু বিজেপি’। এ নিয়ে সুরজিতের দাবি, ‘‘আমি দলবিরোধী কোনও পোস্ট করিনি। কোন নেতার নামেও কিছু বলিনি। তবে, দলকে কথা দিয়েছি, ভবিষ্যতে দল নিয়ে কোনও পোস্ট করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement