মণ্ডল সভাপতির বাড়ির ভেঙে যাওয়া কম্পিউটার। ছবি: দীপঙ্কর
এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে মুণ্ডুলিকা পঞ্চায়েতের রাপাড়ার ঘটনা। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ তৃণমূল কর্মীরা বিজেপির মণ্ডল সভাপতি মেঘনাথ রায়ের বাড়িতে চড়াও হয়। ওই বিজেপি নেতা ও তাঁর ভাই মনোজকে মারধর করে হামলাকারীরা। ঘরে ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় টিভি, আসবাবপত্র এবং একটি মোটরবাইক। হামলাকারীদের মুখে কাপড় বাঁধা ছিল। শোরগোল শুনে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তারপর আহত দু’জনকে প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়।
বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসুর দাবি, ‘‘তৃণমূলের পায়ের তলা থেকে মাটি যত সরে যাচ্ছে, ততই ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে। আমাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দোষীদের গ্রেফতার করা না-হলে বৃহত্তর আন্দোলনে যাব।’’
পক্ষান্তরে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের দাবি, ঘটনাটির সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, ‘‘একটা গ্রাম্য বিবাদ নিয়ে বিজেপি রাজনীতি করছে। ওটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। বিজেপি এখন সবকিছু নিয়ে রাজনীতি করতে চাইছে।’’