Chinsurah Case

খোঁজ মেলেনি বিষ্ণুর, আতঙ্কে দুই পরিবার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বিশাল এই শহরেরই এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিশালের নামে দুষ্কর্মের নানা অভিযোগ শুনে তরুণীর পরিবার সেই প্রস্তাব নাকচ করে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০১:১২
Share:

ঘড়ির মোড়ে অবরোধ। নিজস্ব চিত্র

তিন দিন কেটে গেলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত চুঁচুড়ার রায়বেড়ের ‘অপহৃত’ যুবক বিষ্ণু মালের সন্ধান মিলল না। তাঁকে উদ্ধারের দাবিতে সন্ধ্যায় পরিবারের লোকজন এবং পড়শিরা ঘড়ির মোড় অবরোধ করেন।রবিবার রাতে বাড়ির সামনে থেকে বছর তেইশের ওই যুবককে চুঁচুড়ার সমাজবিরোধী বিশাল দাস এবং তার দলবল তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে বিষ্ণুর বাড়ি এবং তাঁর বান্ধবীর পরিবারের লোকেরা আতঙ্কিত। চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বুধবার বলেন, ‘‘ওই যুবককে খুঁজে আনার সব চেষ্টাই পুলিশ করছে। বিশাল-সহ অন্য অভিযুক্তেরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বিশাল এই শহরেরই এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিশালের নামে দুষ্কর্মের নানা অভিযোগ শুনে তরুণীর পরিবার সেই প্রস্তাব নাকচ করে দেয়। অভিযোগ, বিষ্ণুর সঙ্গে ওই তরুণীর সম্পর্কের কথা জানতে পেরে বিশাল খেপে যায়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের বদলা হিসেবেই সে বিষ্ণুকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার চুঁচুড়া থানায় বিশাল এবং তার দলবলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন বিষ্ণুর বাড়ির লোকেরা।

কমিশনারেটের আধিকারিকরা জানান, অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। মোবাইল ফোনের সূত্র ধরেও খোঁজ চালানো হচ্ছে। বিষ্ণুর এক আত্মীয় বলেন, ‘‘বিষ্ণুকে কোথায় নিয়ে গিয়ে বিশাল রেখেছে, তিন দিনেও পুলিশ তা জানাতে পারল না। ভয় হচ্ছে, বিশাল যে ধরনের দুষ্কৃতী, তাতে আমাদেরও কোনও ক্ষতি না করে।’’ পরিস্থিতির দিকে নজর রয়েছে বলে কমিশনারেটের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement